বান্দরবানে নতুন করে আরোও ৪২ জনের শরীরে করোনা শনাক্ত
॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥
বান্দরবানে গত ২৪ ঘন্টায় নতুন করে আরোও ৪২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ফলে সনাক্তের হারের সংখ্যা দাঁড়িয়েছে ৪১.১৮%। জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে।
আক্রান্তদের মধ্যে সদর উপজেলা ১৩ জন, রোয়াংছড়ি উপজেলা ১,রুমা উপজেলা ৫, লামা উপজেলা ৯জন, আলীকদম উপজেলা ৭ জন, ও ৭জন নাইক্ষ্যংছড়ি উপজেলা বাসিন্দা। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭শত ৭৪ জন।
রবিবার (১আগষ্ট) সকালে বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা এই তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন তথ্যমতে, জেলায় এই পর্যন্ত বান্দরবানে ৯ হাজার ৭ শত ৩০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৮ হাজার ৮শত ৮০ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে ১হাজার ৭শত ৭৪ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। তবে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৪শত ১৬ জন ও ১হাজার ৩শত ৩৪ জন করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে।
স্বাস্থ্য বিভাগ তথ্যনুসারে,বান্দরবানে ৭টি উপজেলায় করোনা রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের মধ্য বান্দরবান সদর উপজেলা ২৫৫ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ১৬ জন, রোয়াংছড়ি উপজেলায় ২৭ জন করোনার মধ্যে হাসপাতালে ভর্তি আছে ৮ জন, রুমা উপজেলায় ৩০জন করোনার মধ্যে হাসপাতালে ভর্তি আছে ৮ জন, থানচি উপজেলা ৬জন করোনা আক্রানের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ৬জন, লামা উপজেলা ৩৪ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ৯জন, নাইক্ষ্যংছড়ি উপজেলা ৪৩ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ২ জন, ও আলীকদম উপজেলায় ২১ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ২ জন।
স্বাস্থ্য বিভাগ আরো জানায়, বান্দরবানে এই পর্যন্ত ১৮হাজার ৫৮ জন করোনার প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছে এবং ১৬ হাজার ১শত ২১জন ২য় ডোজ গ্রহণ করেছে আর সবাই সুস্থ রয়েছে।