[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
থানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরুরাঙ্গামাটির রাজস্থলীতে দুস্থদের মাঝে ভিজিডি চাল বিতরণলক্ষ্মীছড়িতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনজাতীয়তাবাদী দল বিএনপি একটি গণমানুষের দল: আবু তালেবধানের শীর্ষে ভোট দিয়ে বিএনপিকে শক্তিশালী করতে হবে
[/vc_column_text][/vc_column][/vc_row]

উপজেলায় প্রশাসন সর্তকতার সাথেই কাজ করছেন

খাগড়াছড়ির পানছড়িতে একশত পাঁচ বছর বয়সী বৃদ্ধর করোনাকে জয়

৩৬

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ি পার্বত্য জেলাতে করোনা-১৯ উপসর্গে ২জনের মৃত্যু হলেও একশত পাঁচ বছর বয়সী বিজয় গিরি চাকমার করোনা জয় করাকে নিয়ে অনেকেরই আশার সাহস যোগাচ্ছেন। বুধবার (২৮শে জুলাই) দুপুরে আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ দু’জন মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডাঃ নুপুর কান্তি দাশ। জনসচেতনতায় প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগন তাঁদের ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রেখেছেন।

অপরদিকে পানছড়ি উপজেলার একশত পাঁচ বছর বয়সি বিজয় গিরি চাকমার করোনাকে জয় করার সুবাধে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনুতোষ চাকমা ও কোভিড-১৯ এর পানছড়ি উপজেলার ফোকাল পার্সন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তৎজিম চাকমা। এ বয়সে করোনা জয় করা একটা মাইল ফলক বলে জানান।

স্বাস্থ্য বিভাগ সুত্র জানায়, বিজয় গিরি’র বয়স এখন একশত পাঁচ। তিনি উপজেলার ৪নং লতিবান ইউপির কুড়াদিয়াছড়া উগ্যজাই পাড়ার মৃত রামচন্দ্র চাকমা’ ছেলে। গত ১৫ই জুলাই পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ তার করোনা পজেটিভ ঘোষণা করলে পরিবারের সবাই হতাশ হয়ে পড়েন। বিজয় গিরির ছেলে তুষিত কুমার চাকমা ও মেয়ে সোনালী চাকমা জানায়, বাবার আশা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু ডাঃ অনুতোষ চাকমা ও তৎজিম চাকমার আন্তরিকতা, দিকনির্দেশনা পাশাপাশি সৃষ্টিকর্তার আর্শিবাদে বাবাকে করোনামুক্ত করে বাঁচানো সম্ভব হয়েছে। অবশেষে করোনা জয় করেন বাবা বিজয় গিরি চাকমা। পরে গত রবিবার দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তার নেতৃত্বে তার নিজ বাড়ি গিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়ে করোনামুক্ত ঘোষণা করেন। বিজিয় গিরি একজন মানবতাবাদী এবং দানবীর বলে এলাকায় পরিচিতও রয়েছে।

এদিকে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় চলমান লকডাউনে কঠোর অবস্থানে কাজ করছে উপজেলা প্রশাসন। কঠোর লকডাউনে সরকারি বিধিনিষেধ অমান্যকারীদেকে প্রতিদিন জেল জরিমানাও করছে নির্বাহী ম্যাজিস্ট্রটগন। ওদিকে দীঘিনালা উপজেলায় দায়িত্বরত নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল ইমরান বলেন, সরকারী প্রজ্ঞাপন অনুযায়ী আইন শৃংখলা বাহিনীর সম্বনয়ে সরকারী বিধিনিষেধ অমান্যকারীদের জেল জরিমানা করা হচ্ছে। ইজিবাইকের গ্যারেজ খোলার দায়ে কবাখালী বাজারের এক জনকে ১হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিধিনিষেধ মেনে চলার জন্য আহবান করছি। তবে দীঘিনালা উপজেলার জনগণ সরকারী বিধিনিষেধ প্রতি শ্রদ্ধাশীল প্রয়োজন ছাড়া বাড়ি বাহিরে বের হয় কম। সব উপজেলায় প্রশাসন সর্তকতার সাথেই কাজ করছেন বলে জানান।