[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
কাপ্তাই বাংলা কলোনি মসজিদের মুয়াজ্জিনের ইন্তেকালআর পিছিয়ে থাকতে চাই না, দেশের মূলধারার সঙ্গে যুক্ত হতে চাই; পার্বত্য উপদেষ্টালামায় লোকালয়ে উদ্ধার লজ্জাবতী বানর, মাতামুহুরী রিজার্ভে অবমুক্তরাঙ্গামাটির রাজস্থলী-বাঙ্গালহালিয়া সড়কে ঝুঁকিপূর্ণ বাঁকগুলো যেন মরণফাঁদআলীকদমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ প্রদানরাঙ্গামাটির রাজস্থলীতে ওয়ারেন্ট ভুক্ত ১ আসামী গ্রেফতারজুলাই শহীদদের স্মরণে রাজস্থলীতে বিএনপির মৌন মিছিললংগদুতে নবাগত ইউএনও জাহাঙ্গীর হোসাইনকে সংবর্ধনাজুলাই আহত যোদ্ধাদের সংবর্ধনা দিলো কাপ্তাই জামায়াতে ইসলামীবাঘাইছড়ির সাজেকে সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

লামা উপজেলার রূপসীপাড়ার ঘটনা

৩ বছরের সন্তানকে ঘুমে রেখে ফ্রান্স প্রবাসীর স্ত্রী উধাও

৮৪

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

লামায় পরকীয়া সম্পর্কের টানে ৩ বছরের শিশু সন্তানকে ঘুমে রেখে যুবকের হাত ধরে পালিয়েছে ফ্রান্স প্রবাসীর স্ত্রী পিংকি বড়ুয়া। শনিবার দিনগত রাতের কোন এক সময় উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড দরদরী বড়ুয়া পাড়াস্থ তার স্বামীর বাড়ির থেকে পালায় এই প্রবাসীর স্ত্রী। ঘটনাটি জানাজানি হলে এলাকায় নিন্দার ঝড় উঠে।

এদিকে এ ঘটনায় প্রবাসী জ্ঞান পাল বড়ুয়ার মা সুজাতা বড়ুয়া (৬০) বাদী হয়ে ছেলের বউ পিংকি বড়ুয়াকে (২৬) ১নং, প্রেমিক সুভাত বড়ুয়াকে (২০) ২নং, তার বাবা কাজল বড়ুয়াকে (৫০) ৩নং ও মা সুশীলা বড়ুয়াকে (৪০) ৪নং আসামি করে লামা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

প্রবাসী জ্ঞান পাল বড়ুয়ার মা সুজাতা বড়ুয়া বলেন, আমার ছেলে জ্ঞান পাল বড়ুয়া একজন ফ্রান্স প্রবাসী। বিবাদী সুভাত বড়ুয়ার ছেলে আমার ছেলের বউকে বিভিন্ন প্রলোভন দেখাইয়া প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এমনকি তারা পালিয়ে যাওয়া আগে নতুন সংসার করার জন্য ফুসলাইতে থাকে। আমার ছেলে বউ প্রেমিক সুভাত বড়ুয়ার হাত ধরে পালিয়ে যায় ও ৩ বছরের ১ শিশু ছেলে ফেলে যায়। এদিকে ৩ বছরের শিশু ছেলেকে নিয়ে বিপাকে পড়েছেন জ্ঞান পাল বড়ুয়ার পরিবার।

এবিষয়ে লামা থানা পুলিশের এসআই ত্রিদিব বড়ুয়া বলেন, সুভাত বড়ুয়া নামে একটি ছেলের সাথে পরকীয়া করে ফ্রান্স প্রবাসীর স্ত্রী ৩ বছরের ছেলে সন্তানের জননী পিংকি বড়ুয়া পালিয়ে যাওয়ার বিষয়ে লিখিত অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত চলছে।