কাপ্তাইয়ে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেলো আরোও ৪৫০ পরিবার
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের হতে আরোও ৪ শত ৫০ টি পরিবারকে দেওয়া হলো প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মানবিক সহায়তা প্রতি পরিবাকে নগদ ৫০০ টাকা করে সর্বমোট ২ লাখ ২৫ হাজার টাকা।
সোমবার (১২ জুলাই) সকালে কাপ্তাই ইউনিয়ন পরিষদ সংলগ্ন রিভার ভিউ পার্ক মাঠে উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান অসহায় ও দরিদ্রদের হাতে এই সহায়তা তুলে দেন।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান, ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌঃ মোঃ আব্দুল লতিফ মৎস্যজীবী লীগ নেতা মোস্তাক আহমেদ,উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নুরু উদ্দিন সুমন সহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।