বান্দরবানে নতুন করে ৩১ জনে করোনা শনাক্ত
॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥
বান্দরবান জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩১ জন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলা ১৯ জন, লামা উপজেলা ৫ জন, আলীকদম ১ জন ও ৬ জন নাইক্ষ্যংছড়ি উপজেলা বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ২শত ৯৪জন।
সোমবার (১২ জুলাই) বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা এই তথ্য নিশ্চিত করেন। তবে জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে।
তিনি আরো জানান, জেলায় এই পর্যন্ত বান্দরবানে ৮ হাজার ১শত ৯১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৭ হাজার ৫শত ৪২ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে ১হাজার ২শত ৯৪জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। তবে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১শত ৯৩ জন ও ১হাজার ৯৬ জন করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে।
স্বাস্থ্য বিভাগ জানান, বান্দরবান ৭টি উপজেলায় হাসপাতালে ভর্তি রয়েছে সদর উপজেলা ১০৮ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ১৯ জন, রোয়াংছড়ি উপজেলায় ৫জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি আছে ২জন, লামা উপজেলা ৩৯ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ২০ জন, নাইক্ষ্যংছড়ি উপজেলা ৩২জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ৪ জন, ও আলীকদম উপজেলায় ৭ জন করনা কধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ৩ জন।
স্বাস্থ্য বিভাগ আরো জানায়, বান্দরবানে এই পর্যন্ত ১৮হাজার ৫৮ জন করোনার প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছে এবং ১৬ হাজার ১শত ২১জন ২য় ডোজ গ্রহণ করেছে আর সবাই সুস্থ রয়েছে।