[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
আইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা নির্বাহী কমিটি সম্মেলন অনুষ্ঠিতরাঙ্গামাটির বিলাইছড়িতে গড়েউঠা করাতকলে উজাড় হচ্ছে বনাঞ্চলের গাছরাঙ্গামাটিতে গুর্খা সম্প্রদায়ের ‘ভৈল-ঢেওসি’ উৎসবকাপ্তাইস্থ রাইখালীর দূর্গম ভালুকিয়া গ্রামে ফ্রি ব্লাড ক্যাম্পিংলংগদুতে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভাস্ত্রী’র পরকীয়ার জেরে মাটিরাঙ্গায় স্বামীর আত্মহত্যাহাইব্রিডের দাপটে হারিয়ে যাচ্ছে দেশীয় জাতের ধানঅগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন ও সিন্দুকছড়ি জোনগুইমারায় ওয়াদুদ ভুইয়ার পক্ষে গণসংযোগ ও বিএনপির ৩১ দফা প্রচারখাগড়াছড়ির রামগড় উপজেলা ও পৌর মহিলা দলের পরিচিতি সভা অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

মাটিরাঙ্গা থানার উদ্যেগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

৩৬

॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

মাটিরাঙ্গা থানার উদ্যেগে বিভিন্ন প্রজাতির ২ হাজার বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১০ জুলাই) দুপুরে মাটিরাঙ্গা থানার আয়োজনে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ উপস্থিত থেকে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় ফলদ,বনজ ও ভেষজ বৃক্ষ যেমন,আম্রপালী ৪শ,লেবু ২শ,কৃষ্ণচূড়া ২শ,পেয়ারা ২শ,জলপই ১শত পঞ্চাশ,ডালিম ১শত পঞ্চাশ,আমড়া ১শ,জাম্বুরা ১শ,সোনালু ১শ,বেল ১শ,আমলকী১শ,নিম ১শ,তাল ১শ সহ মোটা ২ হাজার গাছের চারা রোপন করা হয়।

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আঃ আজিজ বলেন,বেঁচে থাকার জন্য আমাদের অক্সিজেনের অতি প্রয়োজন,একমাত্র গাছ থেকেই আমরা তা পেয়ে থাকি এছাড়াও গাছ বাতাসের অতিরিক্ত কার্বন-ডাই-অক্সাইড গ্রহণের মাধ্যমে পরিবেশ কে নির্মল রাখে। সুতরাং সুস্থ্যভাবে বেঁচে থাকতে হলে বেশি করে গাছ লাগানো উত্তম।

এসময় মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী,ওসি (তদন্ত) মোঃ আমজাদ হোসেন,এসআই মোজাম্মেল হক পুলিশের বিভিন্ন পদস্থ কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন।