[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
থানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরুরাঙ্গামাটির রাজস্থলীতে দুস্থদের মাঝে ভিজিডি চাল বিতরণলক্ষ্মীছড়িতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনজাতীয়তাবাদী দল বিএনপি একটি গণমানুষের দল: আবু তালেবধানের শীর্ষে ভোট দিয়ে বিএনপিকে শক্তিশালী করতে হবে
[/vc_column_text][/vc_column][/vc_row]

মাটিরাঙ্গা থানার উদ্যেগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

৩৬

॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

মাটিরাঙ্গা থানার উদ্যেগে বিভিন্ন প্রজাতির ২ হাজার বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১০ জুলাই) দুপুরে মাটিরাঙ্গা থানার আয়োজনে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ উপস্থিত থেকে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় ফলদ,বনজ ও ভেষজ বৃক্ষ যেমন,আম্রপালী ৪শ,লেবু ২শ,কৃষ্ণচূড়া ২শ,পেয়ারা ২শ,জলপই ১শত পঞ্চাশ,ডালিম ১শত পঞ্চাশ,আমড়া ১শ,জাম্বুরা ১শ,সোনালু ১শ,বেল ১শ,আমলকী১শ,নিম ১শ,তাল ১শ সহ মোটা ২ হাজার গাছের চারা রোপন করা হয়।

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আঃ আজিজ বলেন,বেঁচে থাকার জন্য আমাদের অক্সিজেনের অতি প্রয়োজন,একমাত্র গাছ থেকেই আমরা তা পেয়ে থাকি এছাড়াও গাছ বাতাসের অতিরিক্ত কার্বন-ডাই-অক্সাইড গ্রহণের মাধ্যমে পরিবেশ কে নির্মল রাখে। সুতরাং সুস্থ্যভাবে বেঁচে থাকতে হলে বেশি করে গাছ লাগানো উত্তম।

এসময় মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী,ওসি (তদন্ত) মোঃ আমজাদ হোসেন,এসআই মোজাম্মেল হক পুলিশের বিভিন্ন পদস্থ কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন।