নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ মোটর সাইকেল জব্দ আটক
॥ মোঃ মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউপির কচুবনিয়া এলাকা থেকে ১ হাজার ৯শত ১০ পিস ইয়াবা ও মোটর সাইকেলসহ রবি উল্লাহ (২৯)কে আটক করেছে পুলিশ। সে রামু উপজেলার নোনাছড়ি পূর্ব মুরাপাড়া জাগের হোসনের ছেলে বলে পুলিশ জানায়।
শুক্রবার (৯জুলাই রাতে নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউপির কচুবনিয়ার পুলিশ চেকপোষ্টে ডিউটি কালে ১ হাজার ৯শত ১০ পিস ইয়াবাসহ এ মাদক কারবারিকে আটক করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য ৫ লক্ষ ৭৩ হাজার টাকা। এসময় ইয়াবা বহনের নাম্বারবিহীন একটি মোটর সাইকেলও জব্দ করা হয়। পুলিশ জানায় এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু হয়েছে।