॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির গুইমারা উপজেলার ছনখোলাপাড়া এলাকা থেকে অবৈধ অস্ত্র, চাঁদা আদায়ের রশিদ বই, মোবাইল সেট ও নগদ অর্থসহ ৪জনকে আটক করেছে সিন্দুকছড়ি জোনেরর সেনা সদস্যরা। এ সময় দুর্বত্তদের সাথে সেনাবাহিনী সদস্যদের সাথে পাঁচ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে।
শুক্রবার (৯জুলাই) গভীর রাত আনুমানিক দুইটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাফছড়ি বড়পিলাক এলাকার ছনখোলা পাড়া গরুর দোকানের সামনে রাস্তার উপর থেকে সেনাবাহিনীর তিন ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ এমরান হোসেন’র নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে দুর্বত্ত এবং নিরাপত্তা বাহিনীর মাঝে পাঁচ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় দুর্বত্তরা ১ রাউন্ড গুলি করলে প্রতিউত্তরে নিরাপত্তা বাহিনী ৪ রাউন্ড গুলি করলে বেশ কয়েকজন দুর্বত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ সময় ঘটনাস্থল থেকে অবৈধ ২টি এলজি, ৫টি চাঁদা আদায়ের রশিদ বই, ২টি মানি ব্যাগ, ৬টি মোবাইল সেট ও নগদ ৩ হাজার ৭শ ৮৫ টাকাসহ ৪ জনকে আটক করে। পরে আটককৃতদের অস্ত্র ও জব্দকৃত সরঞ্জামাদিসহ গুইমারা থানায় হস্তান্তর করা হয়েছে। তারা সকলেই মানিকছড়ি উপজেলার বাসিন্দা বলে জানা যায়।
আটককৃতরা হলো, মানিকছড়ি এলাকার দুর্জয় চাকমা (৩২), অংথই মারমা (২২), কংচাই মারমা (১৯), চাইলা মারমা (১৯)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে গুইমারা থানায় মামলা রুজু করে খাগড়াছড়ি জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও আটক দুর্জয় চাকমার নামে রামগড় থানায় অবৈধ অস্ত্র ও একটি হত্যা মামলা রয়েছে।