থানচিতে পরিত্যাক্ত নর্দমায় পড়ে এক শিশু মৃত্যু
॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবানে থানচিতে উপজেলা সদর বাজার পিছনে গলিতে পরিত্যাক্ত নর্দমায় পড়ে এক শিশু মৃত্যু হয়েছে। মৃত শিশুর থুইথুইওয়াং মারমা আড়াই বছর। থানচি সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডে ছান্দাক পাড়া বাসিন্দা আপিমং মারমা তৃতীয় কন্যা সন্তান বলে জানা যায়।
বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে থানচি সদরে পিছনে গলিতে পাবলিক টয়লেট ও উপজেলা জনসংহতি সমিতি পরিত্যাক্ত অফিস পাশে নর্দমায় থেকে অচেতন অবস্থায় এই শিশুটি উদ্ধার করা হয়।
এদিকে স্থানীয়রা জানান, উপজেলা সদর বাজারে ব্যবসায়ী মংউচিং মারমা নাতনী দোকান থেকে অজান্তে বের হয়ে যায়। শিশুটিকে দোকানে না পাওয়াই বাজার এলাকায় খোঁজা-খোঁজি করে বাজার পিছনে গলিতে পুরানো উপজেলা জনসংহতি সমিতি অফিস ও পাবলিক টয়লেট পাশে পরিত্যাক্ত নর্দমায় থেকে অচেতন অবস্থায় শিশুটি উদ্ধার করা হয়। শিশুকে উদ্ধার করে তাৎক্ষনিক ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন বলে জানান স্থানীয়রা।
আরো জানা যায়, মৃত শিশুর মা নুমেপ্রু মারমা তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের সদর ইউনিয়ন এলাকায় ২নং ক্লাষ্টারে মাঠ সংগঠক হিসেবে কর্মরত আছেন। বাবা আপিমং মারমা ছোট একটা হোটেল ব্যবসা পরিচালনা করেন।
এদিকে মৃত শিশুর বড় ভাই উসাইওয়াং মারমা বলেন, দুপুরে দোকান থেকে আমার ছোট বোনটি কিভাবে বের হয়ে গেল আমরা কেউ টের পাইনি। দোকানে খোঁজে না পেয়ে বাজার চারিদিকে খোঁজা-খোঁজি করি। পরিশেষে ঘন্টা খানিক পর অনুমানিক সাড়ে ১২ টায় দিকে বাজার পিছনে গলিতে পাবলিক টয়লেট পাশে পরিত্যাক্ত নর্দমায় থেকে অচেতন অবস্থায় ছোট বোনটিকে উদ্ধার করা হয়। সাথে সাথে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মোঃ আব্দুল্লা আল নোমান আমার ছোট বোনটিকে মৃত বলে ঘোষণা করেন জানান তিনি।
শিশুটি অকালে মৃত্যু বরণ করায় পুরো বাজার এলাকার জুড়ে জনসাধারণের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।