[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবান আরো ৩৯ জন করোনা শনাক্ত

১২৪

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

বান্দরবানে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩৯ জন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলা ২৬ জন, রুমা উপজেলা ১ জন, থানচি উপজেলা ১ জন, লামা উপজেলা ৬ জন ও ৫ জন নাইক্ষ্যংছড়ি উপজেলা বাসিন্দা । এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ১শত ৯৯ জন।

বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা জানান,জেলায় দিনদিন করোনা রোগী আক্রান্ত হচ্ছে। তবুও সাধারণ মানুষের কোন স্বাস্থ্যবিধি মানা বালাই নাই। এই ভাবে বান্দরবান শহর অন্য জেলা মত মৃত্যু মিছিল হবে। জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। পরে আরো অবেহেলিত হলে আরো মৃত্যু হওয়ার সম্বাভনা রয়েছে বলে জানান।

তিনি আরো জানান, জেলায় এই পর্যন্ত বান্দরবানে ৭ হাজার ৯শত ১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৭হাজার ২শত ৮৮ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে ১হাজার ১শত ৯৯জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। তবে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৮২ জন ও ১হাজার ৭১ জন করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে।

সিভিল সার্জন আরো জানান, বান্দরবান ৭টি উপজেলায় হাসপাতালে ভর্তি রয়েছে সদর উপজেলা ৬১ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ৪০ জন, লামা উপজেলা ২৪ করোনা মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ৫ জন, নাইক্ষ্যংছড়ি উপজেলা ২০ জন করোনা মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ৫ জন, ও আলীকদম উপজেলায় ১জন করনা কধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ১ জন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে আরো জানা যায়, বান্দরবানে এই পর্যন্ত ১৮হাজার ৫৮ জন করোনার প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছে এবং ১৬ হাজার ১শত ২১জন ২য় ডোজ গ্রহণ করেছে আর সবাই সুস্থ রয়েছে।