খাগড়াছড়িতে করোনায় একজনের মৃত্যু
॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে করোনায় আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির বাড়ি খাগড়াছড়ির দীঘিনালায়। তিনি দীঘিনালা উপজেলাধীন হাসেনপুর এলাকার মৃত আঃ আজিজ এর স্ত্রী সুর্যবানু বিবি (৮৫)। মঙ্গরবার (৬ই জুলাই) সকাল ৮টার দিকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে তিনি মারা যায়।
মঙ্গলবার (৬ জুলাই) খাগড়াছড়িতে প্রাপ্ত ফলাফলে ৩৩ জনের নমুনায় মিলেছে করোনা পজেটিভ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১হাজার ৩শ ৩৩জনে। মোট টেস্ট ৮৩৮৪ এর মধ্যে পজিটিভ ১৩৬৬ জন।
চলতি মাসে মোট টেষ্ট ৫৮০জন, পজিটিভ ২০৬ জন। সনাক্তের হার ৩৫.৫১%। মোট টেষ্ট ৮৪৭৬ জন পজিটিভ ১৩৬৬ জন। সনাক্তের হার ১৬.১১%। বর্তমানে হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৩৬জন। তার মধ্য পজিটিভ রোগীর সংখ্যা ২০জন, সন্দেহজনক রোগীর সংখ্যা ১৬জন।
খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে ও র্যাপিড এবং আরটি-পিসিআর টেস্টে ৯২জনের নমুনায় ৩০জনের পজেটিভ শনাক্ত হয়েছে । এ নিয়ে চলতি মাসে ৩৫দশমিক ৮৭শতাংশে দাড়িঁয়েছে করোনা শনাক্তের হার।
প্রসঙ্গত, সে গত ২ জুলাই খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে জ্বর, গলাব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়। ৩জুলাই তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যায়। মৃত্যু ব্যক্তির আবার নমুনা সংগ্রহ করে ১টার দিকে পারিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।