নাইক্ষ্যংছড়িতে ১৩টি গরুসহ চোরাকারবারি আটক-১
॥ মোঃ মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের ১৩টি গরুসহ এক চোরাকারবারিকে আটক করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।
মঙ্গলবার (৬ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলা সদরের ৭নং ওয়ার্ড চেরারকুল এলাকায় তাকে আটক করা হয়।
আটক মোঃ কামাল মিয়া (৩৩) সদর উপজেলা ৭নং ওয়ার্ড চেরাকুল গ্রামে বাসিন্দা বশির আহমদের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চোরাকারবারি কোরবানকে সামনে রেখে অবৈধ চোরাইপথে গরু এনেছে গোপন সূত্রে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড চেরারকুলের মেহগনি গাছের বাগান থেকে ১৩টি চোরাই গরুসহ চোরা কারবারি মোঃ কামালকে আটক করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন জানান, উদ্ধার হওয়া গরুর মধ্যে ৭টি বলদ ও ৬টি ষাঁড় রয়েছে। যার আনুমানিক বাজারদর ৮ লাখ ৮৫ হাজার টাকা। চোরাই গরুসহ গ্রেপ্তার কামাল উদ্দিনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।