বান্দরবানে আইন অমান্য করায় ৩৮টি মামলায়
॥ আকাশ মারমা মংসিং বান্দরবান ॥
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বান্দরবানে কঠোর লকডাউন পালিত হচ্ছে। শুক্রবার (২ জুলাই) সকাল থেকে ২য় দিনের লকডাউন বাস্তবায়নে আইনশৃঙখলা বাহিনী ও ভ্রাম্যমাণ আদালতের ১৮টি টিমের তৎপরতা চলছে এলাকাজুড়ে। এসময় জেলার বিভিন্ন এলাকায় মূল পয়েন্ট অভিযান চালিয়ে নানা অপরাধে ৩৮টি মামলাসহ সর্বমোট ১১ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
বান্দরবানের মূল সড়কগুলো বালাঘাটা, ট্রাফিক মোড়, কালাঘাটা, বাসষ্ট্যান্ড ও অলিগলিসহ বাজারেও টহল দিচ্ছে সেনবাহিনী, বিজিবি, র্যাব, আনসার ও পুলিশসহ জেলা প্রশাসন।
এছাড়াও সরকারি নির্দেশনা মানাতে অলিতে গলিতে অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমাণ আদালতের টিম। পাশাপাশি বান্দরবান সদর রেইছা চেকপোস্টেও চলছে কড়াকড়ি জিজ্ঞাসাবাদ। প্রশ্নের উত্তর না মিললে ফিরিয়ে দেওয়া হচ্ছে।
বান্দরবান জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেটব মোঃ কায়েসুর রহমান জানান, সকাল থেকে মূল সড়কে ১৮টি ভ্রাম্যামাণ আদলতে টিম অভিযান চালিয়ে ৩৮টি মামলা দেওয়া হয়েছে। পাশাপাশি জেলায় যেগুলো মূল পয়েন্টের জনসমাগন রয়েছে সেইখানে আইনশৃঙখলা বাহিনীর টহল চলছে। তিনি আরও জানান, করোনা সচেতনতা জন্য সাধারণ মানুষকে পুনরায় সচেতনা থাকতে বলা হচ্ছে।