মাটিরাঙ্গায় কঠোর লকডাউন কার্যকরে মাঠে নেমেছে প্রশাসন,জনপ্রতিনিধি
॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শতভাগ লকডাউন কার্যকর করতে কঠোর লকডাউনের প্রথম দিনে বৃহস্পতিবার (১ জুলাই) মাঠে নেমেছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন। লকডাউন কার্যকরে তাদের সাথে মাঠে রয়েছে সেনাবাহিনী-পুলিশ-বিজিবিসহ নির্বাচিত জনপ্রতিনিধি ও ব্যাবসায়ী নেতৃবৃন্দ।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটে মিজ ফারজানা আক্তার ববি’র নেতৃত্বে সকাল থেকেই মাঠে ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি এম হুমায়ুন মোরশেদ খাঁন, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রহিমা বেগম, মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র-২ মোহাম্মদ আলী, মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী কমিটির সাধারন সম্পাদক মোঃ কামরুল ইসলাম প্রমুখ।
মাটিরাঙ্গা বাজারের প্রশ্বস্থ গলি দখল করে বিভিন্ন দোকানের সামনে থাকা উপ-দোকান অপসারনের সময় বেঁধে দিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটে মিজ ফারজানা আক্তার ববি হুশিয়ারী দিয়ে বলেন, গলিপথ দখল করে কেউ ভাড়া বা ব্যবসা করতে পারবেনা।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটে মিজ ফারজানা আক্তার ববি বলেন, সাধারন মানুষ ও ব্যবসায়ীদের সচেতন করা হচ্ছে বিনা কারনে ঘরের বাহিরে না আসার জন্য মানুষকে বুঝানো হচ্ছে। তিনি বলেন, অপ্রয়োজনে কেউ ঘর থেকে বের হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি আরোও বলেন,আগামীকাল থেকে প্রশাসন আরো কঠোর অবস্থানে থাকবে বলেও জানান মাঠ প্রশাসনের এ কর্মকর্তা।
সাধারন মানুষকে বাড়ি-ঘরে থাকার আহবান জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন, প্রশাসন ও জনপ্রতিনিধিরা সবসময় মাঠে থাকবে। করোনার উর্ধ্বমুখী সংক্রমন রোধ করতে না পারলে আমাদের জন্য বড় ধরনের বিপদ আসতে পারে।