মানিকছড়িতে যায়যায়দিন’র প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
মানিকছড়িতে পাঠক নন্দিত জাতীয় দৈনিক যায়যায়দিন’র প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেটকাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুন) সকালে মানিকছড়ি উপজেলা প্রেসক্লাব সভা কক্ষে দৈনিক যায়যায়দিন’র মানিকছড়ি উপজেলা প্রতিনিধি মোঃ রবিউল হোসেনের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত কেককাটা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মানিকছড়ি থানার ওসি মোঃ শাহনূর আলম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মাই টিভি’র চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান এইচ এম আলমগীর হোসেন, দৈনিক আমার সংবাদ ও দৈনিক পূর্বকোণ প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি চিংওয়ামং মারমা মিন্টু মারমা, জাতীয় অর্থনীতির খাগড়াছড়ি জেলা প্রতিনিধি মোকতাদের হোসেন প্রমূখ।
এছাড়াও উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ শোয়েব, যায়যায়দিন ফ্রেন্ডস্ ফোরাম মানিকছড়ি উপজেলা শাখার সদস্য ও উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি অমর দত্ত, সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, মোঃ ইমরান আলম ও মোঃ শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।