[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
ছাত্রদলের উদ্যোগে ক্রীড়ামোদীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণনারীবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবেশান্তি সম্প্রতি ও উন্নয়নে রামগড় ৪৩ বিজিবি’র মানবিক সহায়তা প্রদানবাঘাইছড়ির সাজেক সড়কে ৮ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিকখাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতদীঘিনালায় পার্টনার ফিন্ড স্কুল কংগ্রেস’র কৃষক সমাবেশনিহত ছাত্র উক্যাচিং মারমার পরিবারের খোঁজ নিলেন তারেক রহমানখাগড়াছড়ির রামগড়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদানবান্দরবানের লামার মিরিঞ্জা কটেজে গলায় ফাঁস দিয়ে পর্যটকের মৃত্যুঋতুপর্ণা’র মায়ের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রানলয়ের অর্থিক সহায়তা প্রদান
[/vc_column_text][/vc_column][/vc_row]

রামগড়ে পুকুরের পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু

৮৮

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির রামগড়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) সন্ধ্যা ৭টার সময় রামগড় পৌরসভার ফেনীরকুল এলাকায় বাড়ির পাশের পুকুর থেকে দুই শিশুর ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন, ফেনীর কুল এলাকার আবু তাহেরের ছেলে জুনায়েদ হোসেন (৪) ও আবু তৈয়বের মেয়ে মাহিয়া বিন্তে মিফতা (৫) । তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

নিহতের পিতা আবু তৈয়ব জানান, দুই শিশু বিকালে খেলতে গিয়ে সন্ধ্যার পরও বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন বাড়ির আশেপাশে খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্ধার সময় পুকুরের পানিতে মৃত অবস্থায় তাদের ভাসমান মরদেহ দেখে উদ্ধার করে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাহাব উদ্দিন জানান, দুই ভাই বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রামগড় থানা ওসি (তদন্ত) রাজিব চন্দ্র কর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ব্যাপারে থানা একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। পরবর্তি কার্যক্রম চলমান রয়েছে।