[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির পানছড়িতে মৎস্যখাতে কোটি টাকার ক্ষতিলংগদুতে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক জনসচেতনতা সভালংগদুতে অবৈধভাবে পাহাড়/টিলা কর্তনের দায়ে দুই ব্যক্তিকে অর্থদন্ডরাজস্থলীর বিমাছড়া পাড়ায় পানির সংকট দূর করলো সেনাবাহিনীদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপনথানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানে দুর্দশাগ্রস্ত শিশুদের মাঝে সিডিসি খাদ্য সামগ্রী বিতরণ

৩৩

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

বান্দরবানে উন্নয়ন প্রকল্প-বান্দরবান কমিউনিটি ডেভেলপমেন্ট কনর্সান (সিডিসি) এর উদ্যোগে কোভিড-১৯ এর কারণে প্রকল্পের নিবন্ধীত দুর্দশাগ্রস্ত শিশুদের মাঝে খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার(৩ জুন) সকালে বান্দরবান সদর উজানি পাড়ায় পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প অফিস প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে নিবন্ধীত শিশুদের মাঝে এই খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মং মং সিং মারমা, পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প এর সভাপতি পাকসিম বি.তে, প্রকল্প ব্যবস্থাপক লালরিন সাং বম (লালরিন) সহ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী এবং নিবন্ধীত শিশুরা।

খাদ্য সহায়তা হিসাবে প্রত্যেক প্রকল্পের নিবন্ধীত ৩০৬ শিশুর পরিবারকে ৫ কেজি চাউল, ১ কেজি মশুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, সাবান,মাস্ক, খাতা ও কলম প্রদান করা হয়।
এসময় পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক লালরিন সাং বম বলেন, গত বছরের মার্চ মাসে দেশে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত শিশুদের মধ্যে ফুডরেশন ও স্বাস্থ্য সামগ্রী বিতরন অব্যাহত রয়েছে।