[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা আস্থার সেতুবন্ধনচিকিৎসক-জনবল সংকটে ব্যাহত খাগড়াছড়ির মানিকছড়ি হাসপাতালের স্বাস্থ্যসেবাবান্দরবানের রোয়াংছড়িতে খিয়াং নারীকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার প্রতিবাদখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবি’র অভিযানে সাড়ে ১৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দউন্নয়নের পূর্বশর্ত শান্তি, রাঙ্গামাটির রাজস্থলীতে মতবিনিময় সভায় জেলা প্রশাসকবান্দরবানে জন্মনিবন্ধন-নাগরিকত্ব সনদ, রোহিঙ্গা নয় প্রত্যয়নপত্র তৈরীর দোকান সিলগালাখাগড়াছড়ির রামগড় উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম সড়ক দুর্ঘটনায় নিহতবান্দরবানে খেয়াং নারীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ-সমাবেশবান্দরবানে নারী ধর্ষণ-হত্যার ঘটনা প্রশাসন ধামাচাপা দিতে উঠে পড়ে লেগেছে বলে দাবিবান্দরবানে থানচিতে খেয়াং নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে চার সংগঠনের নিন্দা
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানে কিশোরীকে ধর্ষণের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে

৪৮৮

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবান পৌরসভার ৯নং ওয়ার্ডের মেঘলা পর্যটন এলাকার ৮ম শ্রেণী পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে স্বয়ং দুলাভাইয়ের বিরুদ্ধে। ধর্ষণের শিকার ওই কিশোরী বর্তমানে বান্দরবান সদর হাসপাতালের মহিলা ওয়ার্ডের ভর্তি রয়েছে।

পুলিশ ও ভিকটিমের পারিবারিক সূত্রে জানা যায়, বান্দরবানের ৯নং ওয়ার্ডের মেঘলা পর্যটন এলাকার ৮ম শ্রেণী পড়ুয়া কিশোরীকে বেশ কয়েক মাস ধরে ঘর থেকে ডেকে বাইরে বেড়াতে নিয়ে যাবে বলে জোর করে কয়েকবার ধর্ষণ করে আব্দুল মতিন বাবু নামে এক যুবক। ওই যুবক ভিকটিমের পারিবারিক সূত্রে দুলাভাই এবং পেশায় একজন ভাড়ায় চালিত মাইক্রোচালক। দুলাভাই হওয়ার সুবাধে বিদ্যালয় বন্ধ থাকায় তাকে বেশ কয়েকবার বাড়ির বাইরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। সর্বশেষ রোববার (৩০ মে) ধর্ষণের এক পর্যায়ে হঠাৎ করে মেয়েটির প্রচুর রক্তক্ষরণ হলে তার মা প্রথমে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা করে সুস্থ করার চেষ্টা করে ব্যর্থ হলে রাতে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করান।

এদিকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তির পর মেয়েটির অবস্থা সংকাটাপন্ন হওয়ায় বিশেষজ্ঞ ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা শেষে তার শরীরে রক্ত প্রদান করছে।

ভিকটিমের মা বলেন, ‘আমি দিনমজুরের কাজ করি, প্রতিদিনই ঘরের বাইরে থাকি এই সুযোগে তার দুলাভাই আব্দুল মতিন বাবু আমার মেয়েকে ধর্ষণ করে এবং তাকে এই কথা কাউকে বলতে নিষেধ করে।’

তিনি আরও বলেন, ‘আব্দুল মতিন বাবু আমার মেয়েকে ভয় দেখায়— যদি কাউকে ধর্ষণের কথা বলে, তবে সে আমার মেয়েকে মেরে ফেলবে।’
এদিকে পুলিশ বান্দরবান মাইক্রোস্ট্যান্ড থেকে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুল মতিন বাবুকে আটক করে।

বান্দরবান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মোঃ সোহাগ রানা জানান, পুলিশকে জানানোর পরপরই পুলিশ আব্দুল মতিন বাবুকে আটক করে সদর থানায় নিয়ে আসে এবং এই বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে।