[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় রাতের আধাঁরে পাহাড় কাটার অভিযোগে ২লাখ টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে গরু ঘাঁস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৮অক্সিজেনের অভাবে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ১ মাস বয়সের শিশুর মৃত্যুকাপ্তাইস্থ ১০আর ই ব্যাটালিয়ন কর্তৃক অসহায় পরিবারকে হাঁস বিতরণবিএনপি সন্ত্রাসের রাজনীতি করে না, বাঘাইছড়িতে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারাখাগড়াছড়ির দীঘিনালায় পরীক্ষার্থীর মাঝে পানি, ওরস্যালাইন বিতরণ করলো ছাত্রদলবৈসাবী উৎসব উপলক্ষে আলীকদম ৫৭ বিজিবি কর্তৃক আর্থিক অনুদান প্রদানরাঙ্গামাটিতে নয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় আটক-১রাঙ্গামাটির লংগদু উপজেলা ছাত্রদলের আহবায়ক সদস্য আলীম বহিষ্কারখাগড়াছড়ির দীঘিনালায় নানান আয়োজনে নববর্ষ উদযাপন
[/vc_column_text][/vc_column][/vc_row]

পাহাড়ী দাদুর দুরবীণ হইতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা’র নিকট খোলা চিঠি-৪৭

পথচারী গ্রামবাসীর চোখের পাতা খাড়াইয়া থাকে

৮৪

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা’ পত্রের শুরুতেই আমি পাহাড় চুড়া, টিলা-নালার অভাগা, পোড়াকপাইল্লা, অধম, বেকুব লাঠি দ্বারা চলিত পাহাড়ী দাদুর হাজার কুঠি আদাব, নমস্কার ও সালাম গ্রহন করিবেন। আশা করি মহান সৃষ্টি কর্তার অপার কৃপায় সোনার বাংলার প্রায় দেড় ডজন কুঠি মানুষ অ-মানুষ লইয়া আপনি কোন রকুম দিন যাপন করিতেছেন। আমিও নানান চরিত্রের অবাধ্য জীবানু করোনা-১৯’র অত্যাচার, তিন পাহাড়ী জেলার ষোল লাখের অধিক নর-নারী লইয়া পাহাড়ের তলায়, নালায়, চিপায়, কাপ্তাই হ্রদের ধারে, উপরে টং বানাইয়া, জানপরান হাতে লইয়া, মুক্তিপন আর চাঁন্দা দিয়া, মাথা ফাঠাইয়া, ব্রাশ ফায়ার খাইয়া, লুটপাঠ আর ঠেলা গুতোর পাহাড় পর্বতে গড়াগড়ি করিয়া, খাইয়া না খাইয়া কোন রকুমের বাঁচিয়া থাকিয়া এই পোড়াকপাইল্লা, অধম, হতভাগা, বেকুব পাহাড়ী দাদুর ভাঙ্গা দুরবীণ হইতে আপুনার দরবারে কিছু জানাইতে, পাহাড় পর্বত লইয়া ভাবিতে, ভাবাইতে, আগাইতে, ফাঁফিয়া, হাঁপিয়া, কাঁপিয়া, আইজ পর্যন্ত ৪৭ নম্বর চিঠিখানা লিখিয়াছি। মা’গো দয়া করিয়া পাহাড়ের এই অভাগা পোড়াকপাইল্লা, অধম, বেকুব দাদু’র খোলা চিঠিখানা আপুনি একটু সময় দিয়া পড়িবেন, পাহাড় নিয়া ভালামন্দ বিচার বিশ্লেষণ করিবেন, আগাইবেন, হ¹ল দিক ঠিক রাখিয়া সুক্ষ্ম চিন্তায় পাহাড় শাসনের সুক্ষ্ম ব্যবস্থাপত্র বানাইবেন।

শ্রদ্ধেয় মমতাময়ী, রাজনৈতিক বিজ্ঞ, অকুতোভয় শাসন কর্তা, বিশ^ নেতা মা’জননীগো আমি অভাগা পাহাড়ের চুড়ায় থাকিয়া পাহাড় সমতল হ¹ল কোনার বার্তা লইয়া আপুনার দরবারে প্রতি এক পক্ষে লিখিয়া যাইতেছি, তয় মা’গো দূর্বিফাঁকে পড়িয়া মইধ্যে মইধ্যে চোখে ঝাপসাও দেখি। মা’রে পার্বত্য চট্টগ্রামেও সন্ত্রাসীরা আধিপত্য, চাঁন্দাপথ্য, ঘায়েলপথ্য, দখলপথ্যসহ নানান অপকর্মপথ্যের বিস্তার লইয়া বন্দুকের নলায় খালি ফটর ফটর করিয়া মানুষ মারিতে ওস্তাদ। পর্বতের বহু ওস্তাদের দলাদলী বলাবলি লইয়া পাহাড়েতো জীবন সাঙ্গের গননায় যোগই হইতেছে। ক’দিন বিরতি থাকিয়া আবার ঢুঁস করিয়া ফুটায়। চরম নরম ভক্তের অধিকারী সন্ত্রাসীগোর লাগাতার অত্যাচারে অসহায় দাদু-দিদিরা পিষ্ট হইতেই আছে, বৈদ্য ওজাতেও ফলাফল শুন্য। অভাগারা রাইত দিন সৃষ্টিকর্তারে জবিতে জবিতে, চোখের জল ফালাইতে ফালাইতে, বুক চাপড়াইতে-চাপড়াইতে জানপরান হেই আছে হেই নাই। উপরে করুনাময় সৃষ্টিকর্তারে, নীচে আপুনি মমতাময়ী, রাজনৈতিক বিজ্ঞ, অকুতোভয় শাসন কর্তা, বিশ^ নেতা’র দরবারে দুইহাত তুলিয়া খালি মিনতি জানাইতেছে। মা’গো এইসবের হেতু কি, পাহাড় অশান্তির কলকাঠির পিছনে কারা চিহ্নিত করিবেন। যাউ¹া, এইবার পর আলোচনা সমালোচনা হইলো….

মা’রে তিন পাহাড়েতো হঠাৎ করিয়া অপকর্মের কাইজ কাম বাড়িয়া গিয়াছে। অপহরণ, খুন, দুবৃত্তদ্ধারা ফলজ বাগান ধ্বংসের ঘটনা লইয়া বহুতের মাথায় হেই দরি হেই মারি চিন্তা ঘুরপাক খাইতেছে। প্রতারকচক্রের হাতের প্যাঁচে পড়িয়া অসহায় বহুতের সহায়সম্বলও লুট হইতেছে। মাদার ডিস্ট্রিক্টের উন্নয়ন কাইজকাম লইয়াতো ফুসুর ফুসুর গুজুর গুজুর হুনিতেছি। আমাগো জেলা পুরিষদ গুলাইনের কর্মচারী নিয়োগে কর্তা সংযোজন বিয়োজন লইয়া বহুতে উল্টো হুনাইতেছে। লেবু দাদু কহিলো প্রতিনিধি বাড়াইলেতো নিয়োগ কান্ডের দেন দরবার কমিবেনা। মা’গো মন হইতে দুনীর্তির চিন্তা চেতনা দুর না হইলে চেয়ারের লাইন বাড়াইয়া লাভ কি। যাউ¹া হেই সব কথা। আইন আদালতরে না মানার অর্থ হইলো দেশের শাসন ব্যবস্থারে বৃদ্ধাঙ্গুলি দেখানো। তয় অশীতিপর নীহার দাশের খপ্পরে পড়িয়া লাভ লোকসান হিসাব করিয়া, মাদারডিস্ট্রিক্টের আদালতের আদেশের ফাইলচাপা দিয়া দখল দারিত্ব লইতে গিয়া এখুন আদালত ডজনখানেকের হাতে হাতকড়া পড়াইবে বলিয়া মনে হইতেছে।

মা’জননীগো বান্দরবান পাহাড়ে নানান কিচিমের শয়তানের দলে ভারি হইয়াছে। ইয়াবার কারবারিরাও দলেবলে শক্ত। বিজিবি, সেনা ও পুলিশ অভিযান চালাইয়া গেলেও ফাঁকফোঁকরে বাহির হইয়া যাইতেছে। হেইখানের বর্ডার এলাকার পাড়া গ্রাম মহল্লার মানুষের ঘুমও হারাম করিয়া ছাড়িতেছে। হাজার হাজার পিস ইয়াবা ধরা খাইতেই আছে। আমাগো ফেলুয়ার মুন্ত্রী এমপিরা নিজেগোর উন্নয়নের লেকচার হুনাইতে হুনাইতে বহুতে তালি মারিতে মারিতে হাতেও নাকি ফোসকা পরিতেছে। উন্নয়নের ফর্দের সুনাম লুটেরা, মাদক কারবারী, চোর ডাকাইতরাই নষ্ট করিয়া তলে তলে তাগো শক্তিই মহাতে পরিনত হইতেছে। তেলা মাথা কৌশিক দাদু কহিলো হেইখানের পাহাড়ের ঢালে তলে অস্ত্রধারীরা নাকি তাঁগো তল্পীতল্পা লইয়া মাচ করিতেছে। বহুত সময় দিনের বেলাতেও পস্ট দেখিয়া পথচারী গ্রামবাসীর চোখের পাতা খাড়াইয়া থাকে। পাহাড়ে যে কি কি চলিতেছে একমাত্র উপর ওয়ালা ছাড়া আর কারো কাছে হিসাব নাই বলিয়াই মনে হইতেছে। আমি অধম, বেকুব, পোড়াকপাইল্লার দূরবীণেও ঝাপসা দেখায় তয় নষ্টের গোড়া হইলো সার্টিফিকেট ছাড়া মেকানিক।

মা’গো খাগড়াছড়ির রানা দাদু কহিলো সৃষ্টি কর্তার এই দুনিয়ায় ভাটা পড়িতে পড়িতে জোয়ারের দেখা পায় হেইখানের হ¹ল কাজের নাকি জোয়ারই নাই। করোনা লইয়া বহুতে সময় বাড়াইতে বাড়াইতে শেষমেষ অসময় হইয়া যাইতেছে। এইসব লইয়া আমাগো কুজন দাদুর নাকি হ¹ল দিকের ওজনও কমিয়া যাইতেছে। হেইখানের উপজেলার পাহাড়ে পাহাড়ে খুন, ধর্ষণ, রাহাজানি, অপহরণ ঘটনা চলিতেছে। মানিকছড়ির সাগর অপহরণ ঘটনায় পোলার শোকে শোকে মা’র মৃত্যু বাবাও নাকি যাইবার পথে। তামাম দুনিয়া যাহাই চলিতেছে মনে হইতেছে কে কার খবর রাখে, এমপি কুজেন দাদু কি খবর রাখে।

মা’জননীগো করোনা-১৯ তো ডলিতে ডলিতে ২১’র মাঝামাঝিতে। লকডাউন যদি নাই মানে তয় দিয়া লাভ কি। যে যার ইচ্ছেমতন দিন পার করিতেছে। গাড়ি-ঘোড়ায় যেই ভাবে চড়িতেছে তাতে মনে হইতেছে একে অপররে বহুত দিন দেখে নাই তাই মুখোমুখী হইয়া বসিয়াছে। ভাইরাস ঘটনা লইয়া বিশ্বেতো নতুন করিয়া কথা ঝুড়ি বাড়িবে। চীনতো মনে হইতেছে বহুত কিছুরে গোপন রাখিয়াছে। উহানের হেই ল্যাব লইয়া বিজ্ঞানীর দল বাড়ানোর দরকার। যাউ¹া, পরে না হয় হেই চিন্তা, মা’গো আমাগো সাংবাদিক রোজি দিদিরে লইয়া স্বাস্থ্য মুন্ত্রণালয় সিনমা বানাইয়া ফেলিয়াছে। মুন্ত্রী সচিবগোর চালচলনের অ্যাক্টের ঠিক নাই অথচ আমাগো সাংবাদিক রোজি তথ্য চাইতে গিয়া তারে হেনস্থ করিলো, জীবন নাসের হুমকী দিলো, আবার সিক্রেট আইনের অ্যাক্টে মামলা দিয়া হাজতেও পাঠাইলো। তয় রাজধানীর সাংবাদিক বহুত নেতা দাদুরা কহিতেছে এই দিন দিন নয় আরো দিন আছে। দেশের কুটি কুটি দাদু-দিদিরা নিজেগোর যানপরান লইয়া মহা চিন্তায় পড়িয়া তার মইধ্যে স্বাস্থ্য মুন্ত্রণালয়ের এই কাইজ কাম। মুন্ত্রী সচিবরা দেশ লইয়া সঠিক না ভাবিলেও তয় দেশের ভাবমূর্তির ক্ষতি করে কিভাবে।

মা’গো আপুনি দেশের মানুষ বাঁচাইতে রাইত দিন পুরিশ্রম করিয়াই যাইতেছেন কিন্তু তারপরেও বহুত চিন্তা মাথায় ঘুরপাক খাইতেছে। দেশের বংশধরগোর পড়ালেখার কি হইবো। বাসাবাড়িতে থাকিতে থাকিতে আর চাপিয়া রাখন যাইতেছেনা। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া দাদু-দিদিদের ভবিষ্যৎ কি হেই চিন্তা মাথায় ঢুকিলেই রাইতে চোখের পাতা আর বন্ধ হয় না। মা’গো কিছু টাইম লাইন দিয়া হইলেও শিক্ষা পুতিষ্ঠান খোলন যায় কিনা ভাবিয়া দেখিবেন। তয় মা’রে আমাগো শত্রুরও অভাব নাই হেইডাও মাথায় রাখিতে হইবে। সীমান্তের ১৫ জেলার অবস্থার কি হইবে। গোটাদেশের সীমান্তেরই বহুত ফাঁক ফোঁকর রহিয়াছে বলিয়াই মনে হইতেছে। কথা বলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিওনা, সীমান্ত লইয়া আমাগো বিজিবির দাদুদের কড়া ওয়ার্ডার দেন। এলজিইডির অনুমান নির্ভর প্রকল্প ব্যয় ঘটনায় পরিকল্পনা কমিশনের চোখতো কপালে ঠেকিয়াছে। টাকা কাগুজের হইলেও এলজিইডি কি টাকারে হেলা ফেলা কাগুজ মনে করিতেছে? প্রকল্প লইয়াতো সরকারিকা মাল দরিয়ামে ঢাল অবস্থা হইয়া যাইবে। এম এ আওয়ালের বিষয়ে ছাড় নয়গো মা।

মা’গো জনগনের আর রাষ্ট্রের অর্থ লুট করিয়া তলে তলে মহা সম্পদশালীগোর লেজগোছ ধরিয়া টান দেন। টাকা খেকোরাই দেশের দাদু-দিদিগোর হাজার হাজার কুটি টাকা পকেটে ভরিয়া দেশ বিদেশে বাড়ী গাড়ি’র ব্যবসা লইয়া বসিয়াছে। চোরেরগুষ্টি পৃথিবী ছাড়িয়া ভিন গ্রহেতো আর যায় নাই টান মারিলেই বাংলার মাটিতে ধপাস করিয়াই পড়িবে। দেশেতো নারী শিশু নির্যাতন বন্ধ হইতেছে না। নোয়াখালীতে নারী নির্যাতন ধর্ষণ ঘটনাতো মার্কা মারা হইতেছে। নতুন যোগ হইলো টিকটকের ফাঁন্দে ফেলিয়া ভারতে নারী পাচার ঘটনা পুলিশ দাদুদেরও চিন্তা ফালাইয়াছে। স্ত্রী মিতু হত্যায় সাবেক এসপি বাবুলের বাদী হওনের পরে নিজেই প্রধান আসামী হওয়া সভ্যতারেও প্রশ্নবিদ্ধ করিয়াছে।

মা’রে আমাগোর চাঁটগার দিকে একুট নজর দেন। কিশোর গ্যাংতো বেপোরোয়। পুলিশ দাদুরা এক ছিনতাইর তদন্ত লইতে যাইয়া তিন চক্রের সন্ধানে ডজন খানেক আটাক। কিশোর গ্যাং রেলগাড়ির মতন লাইন হইয়াছে। হেফাজত নেতা বাবুনগরির বিষয়ে দুদুকের তদন্ত। ফয়েজীর বিরুদ্ধে ধর্ষণ মামলা বহুতের চোখতো কপালে। চসিকের মেয়রের গাড়ি ক্রয় লইয়াতো হাস্যরসে পরিনত হইয়াছে। নগরিতে টানা আর অজ্ঞান পার্টির খপ্পরতো বাড়িয়াছে। কিশোর গ্যাংক এর অত্যাচারে নগরের দাদু-দিদিরাতো অসহায়। পুলিশ পরিচয় দিয়া টানা পাঁচ বছর আকাম চালাইয়া শেষমেষ সাগর, বাবু, খোকা পুলিশেরই জালে। হাসেন দাদু কহিলো এই জালিয়াত চক্রের নেটওয়ার্ক জালের মতন বিস্তার করিয়াছে। চাকরির প্রলোভন দেখাইয়া চাইর কিশোরীর সর্বহানির বিচার দ্রুত করিতে আদেশ করিবেন। বিনা অপরাধে মিনু’র তিন বছর হজতবাস এই মহা চক্রান্তের কড়া হিসাব লওনেরও দরকার।

মা’গো পরম করুণাময় সৃষ্টি কর্তার অশেষ কৃপায় আপনিতো ভালা-মন্দে আপুনার উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী লইয়া দেশ পরিচালনা করিয়া যাইতেছেন। তয় মা’গো আপনি হ¹ল উন্নয়ন দ্রুত গতিতে চালাইলেও দেশ গেরামের দাদু-দিদিরাতো রাক্ষস খোক্ষসের পল্লায় পড়িয়াছে তারমইধ্যে যোগ হইয়াছে বিশ্বশক্তিধর করোনা-১৯। হুট করিয়া হৃদমাজারে ধরে আর মারিয়াই ছাড়ে। এমনিতে কুটি কুটি দাদু-দিদিরা মানব সৃষ্ট অত্যাচার, নারী-নির্যাতন, ধর্ষন-হত্যা, দূর্নীতি আর মাদকের ছোবলে পিষ্ট। মা’রে মানবতাবিরোধীগোর এইসব কাইজ কাম বধ্ করিতে আপুনার নেতা-নেত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, ডিসি, এসপি, আইনশৃংখলা বাহিনী, গুরিন্দা বাহিনীরে কড়া ওয়ার্ডার অব্যাহত রাখিবেন।

মা’জননীগো তলে বলে শত্রুরাও উঁকি ঝুঁকি মারিতেছে। আপনার মতন বিজ্ঞ মা’রে জ্ঞান দেয়া আমার মতন লাঠি দ্ধারা চলিত পোড়াকোপাইল্লা, অধম, বেকুব পাহাড়ী দাদুর জ্ঞান কতঠুকুই বা কাজে লাগিবে, কথা হইলো আপনার সবদিকেতো শত্রু আর শত্রু। হজাগ থাকিবেন, মানবতাবিরোধীদের ঘায়েল করিতে হার্ট লাইনে যাইবেন। মা’রে আইজও আর বেশী লম্বা করিতে চাহি না। আয়রন, সিলভার, গোল্ডেন বুলেটে আবদ্ধ পাহাড় চুড়া লইয়া এই অভাগার বুকের পাঁজরে বহুত ক্ষোভ, দুঃখ বেদনা জন্মিয়া রহিয়াছে, খোলাসা করিয়া আপনার দরবারে দু-চার কলম লেখিয়া পাবলিকের উপকার করিতে পারিলে জীবনের পরপারে যাইয়াও শান্তি। আইজ যা লিখিয়াছি কোন ভুলভ্রান্তি হইলে মনে কষ্ট দিলে এই অভাগা পোড়াকপাইল্লা, অধম, বেকুবরে ক্ষমা করিবেন। মা’রে প্রতি এক পক্ষে আপনার নিকট লিখা এই বেকুবের খোলা চিঠিখানা একটু সময় হাতে লইয়া পড়িবেন। আপনি ও দেশের ১৭ কুঠি দাদু-দিদির জন্য আর্শিবাদ, দোয়া রইল, সবদিকে দৃষ্টি রাখিবেন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখিবেন, ভালা থাকিবেন। আইজ এই পর্যন্ত।

ইতি,
আপনারই কুঠি কুঠি দাদু-দিদির পোড়াকোপাইল্লা, অধম, বেকুব
পাহাড়ী দাদু
গ্রন্থনা এস.এস.বি.এম, তারিখ- ৩০ মে, ২০২১ খ্রীঃ