[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়িতে অপহৃত ৫শিক্ষার্থীর মধ্যে লংঙি ম্রো বান্দরবান উপজেলা আলীকদমেরখাগড়াছড়ির রামগড়ে দুই কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে দুই বসতবাড়ি আগুনে ভষ্মিভুতদীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনী
[/vc_column_text][/vc_column][/vc_row]

দিন কাটাচ্ছে অর্ধাহারে অনাহারে

বাঘাইছড়িতে বয়স্ক ভাতা পাওয়ার আকুতি দম্পতির

৬৬৮

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥

বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দূর্গম হাজা ছড়া এলাকার প্রবীণ বাসিন্দা জয়ন্ত কুমার চাকমা (৮৩) ও তার স্ত্রী সুরেশ সোনা চাকমা (৭৮) সরকারী বয়ষ্ক ভাতার আওতায় আনার জন্য আকুতি জানিয়েছেন। সরকারী নিয়ম অনুযায়ী ৬০ বছর বয়স হলেই বয়ষ্ক ভাতার আওতায় আনার বিধান থাকলেও ৮৩ ও ৭৮ বছর পার হওয়ার পরও প্রবীণ এই দম্পতির কপালে জুটেনি বয়ষ্ক ভাতার একটি কার্ড।
অনেকটা ক্ষোভ ও হতাশা নিয়েই এই প্রবীণ দম্পতি বলেন, মরার আগে হয়তো আর বয়ষ্ক ভাতা জুটবে না। এছাড়াও অভিযোগ করে বলেন, স্থানীয় ইউপি সদস্য দয়াধন চাকমার কাছে বারংবার যোগাযোগ করেও কোন কাজ হয়নি।

এ বিষয়ে ইউপি সদস্য দয়াধন চাকমা বলেন, কেউ তার কাছে বয়ষ্ক ভাতার জন্য যোগাযোগ করেনি। প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যোগাযোগ করলে ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।

এদিকে ৬ সন্তানের জনক এই দম্পতি এখন বসবাস করছেন একাই। পাহাড়ি শাক সবজি সংগ্রহ করে বাজারে বিক্রি করে কোনরকমে জীবন জীবিকা নির্বাহ করেন। বয়সের ভারে নতজানু এই দম্পতি অনেকটা অনাহারে অর্ধাহারে জীবন পার করছেন। সরকারী ভাতার আওতায় আসলে জীবনের বাকি দিনগুলো হয়তো কিছুটা সুখ শান্তিতে কাটাতে পারবেন বলে মনে করেন স্থানীয়রা।
বিষয়টি নিয়ে উপজেলা সমাজ সেবা অফিসার জয়েস চাকমার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এই মুহুর্তে বরাদ্দ না থাকায় সহসায় ভাতার আওতায় আনা সম্ভব হবেনা। বরাদ্দ পাওয়ার সাথে সাথেই প্রবীণ এই দম্পতিকে বয়ষ্ক ভাতার আওতায় আনা হবে।