নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২
॥ মোঃ মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের ধারাবাহিক অভিযানে ৯ শত ৮০ পিচ ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে। তারা হলো নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ফুলতলী গ্রামের মোঃ ইউনুছ (২৩), পিতা গোলাল আহাম্মদ ও কচ্ছপিয়া ইউনিয়নের ফরিদ আহাম্মদের ছেলে আলমগীর হোসেন (২০)। বুধবার (১৯মে) রাতে গোপন তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের বিশেষ টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।
থানা সুত্র জানান, উপজেলা সদরের ধুংরী হেডম্যান পাড়ার কালা অং মার্মার বাড়ির পিছনে অভিযান চালিয়ে তাদের ইয়াবাসহ তাদের আটক করতে সক্ষম হন। পুলিশ জানান এসময় তাদের সাথে থাকা আরো দুজন পালিয়ে যায়। উদ্ধার হওয়া এসব ইয়াবার আনুমানিক মূল্য ২লাখ ৯৪ হাজার টাকা। এলাকার সচেতন মহল পুলিশের ধারাবাহিক এ অভিযানকে ধন্যবাদ জানান। আটক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়। বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে বলে জানান।
নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের ওসি আলমগীর হোসেন জানান, আটক ইয়াবা ট্যাবলেট গুলো সীমান্তের চোরাই পথ দিয়ে উপজেলায় নিয়ে আসা হয়। পরে গোপন সংবাদ পেয়ে রাতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়।