বান্দরবানে ভ্রাম্যমান আদালতে অভিযান ও জরিমানা আদায়
॥ আকাশ মার্মা মংসিং,বান্দরবান ॥
বান্দরবান জেলা সদরে করোনা ও মাস্ক পরিধানসহ সড়কে পরিবহনে সতর্কজারী করতে বঙ্গবন্ধু সড়কে ভ্রাম্যমান আদালতে অভিযান ও জরিমানা আদায় অব্যহত রয়েছে।
বুধবার(৯ মে) বিকালে বঙ্গবন্ধু সড়কে ধনেষ পাখি মোড়ের মাইক্রোবাস সমিতি যাত্রী ছাউনী সামনে বান্দরবান এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রিয়াদ বিন ইব্রাহীন ভুঞা’র নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনায় করা হয়।
এই সময় সড়ক পরিবহনে আইনে মোতাবেক ২০১৮ এর ৬৬ দ্বারা ৫টি গাড়িকে কাগজ পত্র ও হেলমেট বিহীনদেরকে অর্থদন্ডে মামলা দেওয়া হয়। তবে গাড়ি চালকদের হিলমেট ও মাস্ক ব্যপারে সতর্কজারী করা হয়।