[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ে চাঁদাবাজ ইউপিডিএফ সদস্যকে আটক করলো জনতাখাগড়াছড়ির রামগড়ে ১৪ হাজার ঘন ফুট বালু জব্দরাঙ্গামাটি রাজস্থলী প্রেস ক্লাবের নির্বাচন ২৫ অক্টোবরখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবি হাতে জব্দ ১৯ কোটি টাকার মালামাল, অস্ত্র-গুলিসহ আটক ২৭ জনউন্নয়ন প্রকল্পে জাতিগত বৈষম্যের প্রতিবাদে বাঘাইছড়িতে মানববন্ধন ও সমাবেশবান্দরবানের রুমা গ্রামবাসীর প্রশ্ন কত বছর অপেক্ষা করলে পাকা-নিরাপদ সড়ক পাবখাগড়াছড়ির মাটিরাঙ্গায় গণধর্ষণের শিকার উপজাতি কিশোরী, আটক-২রাঙ্গামাটি জেলায় শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- কাজল তালুকদারসেবাপ্রাপ্তীদের প্রত্যাশা পুরণে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল বদ্ধ পরিকর: সিভিল সার্জনখাগড়াছড়ির রামগড়ে পিতা হত্যা’র আসামি ছেলে পুলিশের হাতে গ্রেপ্তার
[/vc_column_text][/vc_column][/vc_row]

বরকলে ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির আওতায় কীটনাশকযুক্ত মশারী বিতরণ

৬২

॥ নিরত বরন চাকমা, বরকল ॥

রাঙ্গামাটির বরকল উপজেলায় ৫ ইউনিয়নে ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির আওতায় ৩ হাজার ৮৮ পরিবারের মাঝে কীটনাশকযুক্ত মশারী বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে বরকল উপজেলা ব্র্যাক।

বুধবার (১৯ মে) সকালে বরকল, আইমাছড়া, ভূষণছড়া ও বড় হরিণা এই ৫ ইউনিয়নে কীটনাশকযুক্ত মশারী বিতরণ করা হয়।

উপজেলা ব্র্যাক অফিসের শাখা ব্যবস্থাপক তপন চাকমার নেতৃত্বে বিতরণ সভায় উপস্থিত ছিলেন ফিল্ড অর্গানাইজার রিকু কান্তি খীসা,ফিল্ড অর্গানাইজার মহতী চাকমা, প্রোগ্রাম অর্গানাইজার সুজাতা চাকমা ও বিনয় চাকমা প্রমূখ।

উপজেলা শাখা ব্যবস্থাপক তপন চাকমা জানান-বরকল উপজেলায় ৫ ইউনিয়নে ম্যালেরিয়া নির্মূল কর্মূচির আওতা ৩ হাজার ৮৮ পরিবারের মাঝে কীটনাশকযুক্ত মশারী বিতরণ করতে সক্ষম হয়েছে আমাদের ব্র্যাক অফিস।তিন বছর অন্তর অন্তর এ বিতরণ কর্মসূচি পালন করা হয়।

তিনি আরো জানান- স্বাস্থ্যকর্মীর মাধ্যমে প্রতিটি গ্রামে ম্যালেরিয়া প্রতিরোধে খানা জরিপ করা হয়। আর ওই এলাকার চাহিদা অনুযায়ী কীটনাশকযুক্ত মশারী বিতরণ ব্যবস্থা করা হয়।

এছাড়া তিনি ভূষণছড়া, আইমাছড়া ও বড় হরিণা এ তিন ইউনিয়নকে ম্যালেরিয়া যোন হিসেবে উল্লেখ করেন।