[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে রামগড়ে জিয়া পরিষদের লিফলেট বিতরণলামায় আওয়ামীলীগ নেতা বাবা ও ছাত্রলীগ নেতা ছেলে গ্রেফতাররামগড়ে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিতলক্ষ্মীছড়ি’র ইউএনও সেন্টু কুমার বড়ুয়া অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ালেনগণমাধ্যম শক্তিশালী একটি মাধ্যম রাজস্থলীতে সেনা কর্মকতার মতবিনিময়খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শ্রীকৃষ্ণের জন্মদিন বর্ণাঢ্য আয়োজনে পালিতকাপ্তাই উপজেলার রাইখালীতে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধনরামগড়ে ওয়াদুদ ভুইয়া ফাউন্ডেশন কর্তৃক মসজিদে আর্থিক সহায়তা প্রদানকাপ্তাই পিতার অভিযোগে বাল্যবিবাহ বন্ধ মুচলেখা সহ জরিমানা দিলেন ‘মা’আওয়ামী সরকারের আমলে উন্নয়নের নামে পার্বত্য চট্টগ্রামে লুটপাট হয়েছে: দীপন তালুকদার
[/vc_column_text][/vc_column][/vc_row]

বরকলে ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির আওতায় কীটনাশকযুক্ত মশারী বিতরণ

৬২

॥ নিরত বরন চাকমা, বরকল ॥

রাঙ্গামাটির বরকল উপজেলায় ৫ ইউনিয়নে ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির আওতায় ৩ হাজার ৮৮ পরিবারের মাঝে কীটনাশকযুক্ত মশারী বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে বরকল উপজেলা ব্র্যাক।

বুধবার (১৯ মে) সকালে বরকল, আইমাছড়া, ভূষণছড়া ও বড় হরিণা এই ৫ ইউনিয়নে কীটনাশকযুক্ত মশারী বিতরণ করা হয়।

উপজেলা ব্র্যাক অফিসের শাখা ব্যবস্থাপক তপন চাকমার নেতৃত্বে বিতরণ সভায় উপস্থিত ছিলেন ফিল্ড অর্গানাইজার রিকু কান্তি খীসা,ফিল্ড অর্গানাইজার মহতী চাকমা, প্রোগ্রাম অর্গানাইজার সুজাতা চাকমা ও বিনয় চাকমা প্রমূখ।

উপজেলা শাখা ব্যবস্থাপক তপন চাকমা জানান-বরকল উপজেলায় ৫ ইউনিয়নে ম্যালেরিয়া নির্মূল কর্মূচির আওতা ৩ হাজার ৮৮ পরিবারের মাঝে কীটনাশকযুক্ত মশারী বিতরণ করতে সক্ষম হয়েছে আমাদের ব্র্যাক অফিস।তিন বছর অন্তর অন্তর এ বিতরণ কর্মসূচি পালন করা হয়।

তিনি আরো জানান- স্বাস্থ্যকর্মীর মাধ্যমে প্রতিটি গ্রামে ম্যালেরিয়া প্রতিরোধে খানা জরিপ করা হয়। আর ওই এলাকার চাহিদা অনুযায়ী কীটনাশকযুক্ত মশারী বিতরণ ব্যবস্থা করা হয়।

এছাড়া তিনি ভূষণছড়া, আইমাছড়া ও বড় হরিণা এ তিন ইউনিয়নকে ম্যালেরিয়া যোন হিসেবে উল্লেখ করেন।