মানিকছড়িতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে যুব রেড ক্রিসেন্ট
॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
যে কোন দুর্যোগকালিন সময়ে দ্রুত দেশের মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করা, দুর্যোগ ব্যবস্থাপনা-ত্রাণ কার্যক্রমে সহযোগিতা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের মধ্য দিয়ে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটি। তারই ধারাবাহিকতায় মানিকছড়িতে করোনা ভাইরাস প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্থ ৩০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
বুধবার (১২ মে) দুপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় মানিকছড়ি প্রেস ক্লাব কক্ষে উক্ত খাদ্য সামগ্রী বিতরন করেন যুব রেড ক্রিসেন্টের মানিকছড়ি ইউনিট।
রেড ক্রিসেন্টের আজীবন সদস্য ও প্রেস ক্লাব সম্পাদক আবদুল মান্নান’র সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন।
এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য এবং রেড ক্রিসেন্টের আজীবন সদস্য এম.এ. জব্বার, উপজেলা যুবলীগ সভাপতি ও রেড ক্রিসেন্টের আজীবন সদস্য মোঃ সামায়উন ফরাজী সামু, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ জামাল হোসেন, উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির সম্পাদক মোঃ রমজান আলী, যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান মো. আশরাফুল ইসলাম, যুব ইউনিট’র বন্ধুত্ব বিভাগের প্রধান মোঃ আবু জাফর প্রমূখ।
এছাড়াও জেলা পরিষদ সদস্য ও রেড ক্রিসেন্টের আজীবন সদস্য এম. এ. জব্বার উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের হাতে অগ্নিনির্বাপক সামগ্রী তুলে দেন।