রামশিড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিল উপজেলা ছাত্রলীগ
॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥
করোনায় অসহায় কৃষকের পাকা ধান কেটে দিয়েছে মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার (৭ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচণ্ড তাপদাহে খাগড়াছড়ির মাটিরাঙ্গার আমতলী ইউনিয়নের রামশিড়ায় কৃষক মোশারফ হোসেনের জমির ধান কেটে দেন তারা।
মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তসলিম উদ্দনি রুবেল এবং সাধারণ সম্পাদক মোঃ আবু তালেবের নেতৃত্বে প্রায় ২০ জন ছাত্রলীগ নেতাকর্মী ধান কাটা কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারা কৃষক মোশারফ হোসেনের প্রায় ২ বিঘা জমির পাকা ধান কেটে দেন।
এ সময় উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রেজাউল করিম হৃদয় ও নাইমুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রিপন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আরিফ,আমতলী ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ মহসিন, যুগ্ম-আহ্বায়ক সৈকত মাহমুদ, ছাত্রলীগকর্মী রহমান হোসাইন জয়,শাহিন আলম,বাবু,বর্নাল ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ সোহাগ সাধারণ সম্পাদক মাসুদ রানা ধান কাটায় অংশগ্রহণ করেন।
কৃষক মোশারফ হোসেন জানান,প্রায় সাপ্তাহ খানেক পূর্বেই তার জমির ধান কাটার উপযোগী হয় কিন্তুু অর্থসংকটের কারণে ধান কাটতে পারছিলেন না। মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা বিষয়টি অবগত হয়ে নিজ উদ্যোগে তার ধান কেটে দিয়েছেন।
মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তালেব জানান,অর্থ সঙ্কটের কারণে কৃষক মোশারফ হোসেন জমির পাকা ধান কাটতে না পেরে বিপাকে পড়ে যান। খবর পেয়ে আমরা এই অসহায় কৃষকের ধান কেটে দিয়েছি। অত্র উপজেলায় ছাত্রলীগের এমন মানবিক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে তিনি জানান।
মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তসলিম উদ্দনি রুবেল বলেন,বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সবসময় মানুষের কল্যাণে কাজ করে থাকে ভবিষ্যতেও উপজেলা ছাত্রলীগ অসহায় মানুষের পাশে ছিল আছে এবং থাকবে।