রাঙ্গামাটিতে এড.শক্তিমান ও বর্মা হত্যাকান্ডের মামলার আসামী গ্রেফতার
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার সাবেক চেয়ারম্যান এডভোকেট শক্তিমান চাকমা এবং ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলে আহ্বায়ক তপন জ্যোতি বর্মা হত্যাকান্ডের ওয়ারেন্ট ভুক্ত মামলার আসামী মিন্টু চাকমা ওরফে জ্যোতি চাকমাকে (৩৯) অস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বেতছরির ১৮ মাইল এলাকার নিজ বাসার শয়ন কক্ষ থকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার বাসায় তল্লাশি চালিয়ে ১টি এলপি পিস্তল,২ রাউন্ড কার্তুজ, ১টি নোটবুক ও ৫টি মোবাইল সিম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মিন্টু চাকমা ওরফে জ্যোতি চাকমা ওই এলাকার পদ্মা মোহন চাকমার ছেলে। সে ইউপিডিএফ (প্রসীত) দলের একজন সক্রিয় সশস্ত্র সদস্য বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এবিষয়ে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাব্বির রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীকে রাঙ্গামাটি দায়রা ও জজ আদালতে প্রেরণ করা হয়েছে।#