[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
পাহাড়ি অঞ্চলে তামাক চাষে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্যইব্রাহিম খলিল বিএনপির একজন নিবেদিত প্রাণ ছিলেন, স্মরণ সভায় নেতৃবৃন্দবান্দরবানে আবুল খায়ের টোব্যাকো কোম্পানির অফিস ডাকাতি, ১ কোটি ৭২ লাখ টাকা লুটবান্দরবানের রুমা কাঠ বোঝাই জীপ দূর্ঘটনায় হেলপারের মৃত্যুএই সরকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চায়: পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানে আওয়ামীলীগের সাত নেতাকে গ্রেফতারবান্দরবানে ১হাজার ৭শত পিস ইয়াবাসহ কৃষক দলের নেতা আটকখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে কৃষকের প্রনোদনা নিয়ে অনিয়মের অভিযোগ, এসব কি হচ্ছেঅবশেষে ছাত্রদল নেতা শাহ আলমের কঙ্কাল ১৫ বছর পর কবর থেকে উত্তোলনরাঙ্গামাটির লংগদুতে বিশ্ব রেড ক্রস দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
[/vc_column_text][/vc_column][/vc_row]

আলীকদমে ফসলি জমি ও পাহাড়ের মাটি কেটে নিচ্ছে তিনটি ইটভাটায়

১৫৬

॥ আলীকদম উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের আলীকদম উপজেলার ফসলি জমি ও পাহাড়ের মাটি কেটে নিচ্ছে তিনটি ইটভাটায়। বন ও পরিবেশ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিনের পর দিন অবৈধভাবে ফসলি জমি ও পাহাড় কাটলেও নেওয়া হচ্ছে না কোনো আইনি ব্যবস্থা। ইটভাটাগুলোর কারণে বিলুপ্ত হচ্ছে শত শত একর ফসলি জমি ও সবুজ পাহাড়।

এদিকে চারাবটলি তারাবুনিয়া এলাকায় এবিএম, আমতলী এলাকায় ইউবিএম, আলীবাজার এলাকায় এফবিএম-এ তিন ইটভাটা আশপাশের ৩-৪ কিলোমিটার এলাকায় নির্বিচারে পাহাড় ও জমি কাটাচ্ছে, ফলে ফসলি জমিগুলো ডোবায় পরিণত হয়েছে। এসব এলাকা ঘুরে দেখা গেছে, এক্সকেভেটর (ভ্যাকু) দিয়ে মাটি কেটে ডাম্পার ট্রাক দিয়ে ইটভাটায় নিয়ে যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ডাম্পার চালক বলেন, এবিএমের ম্যানেজার আব্দুল কাদেরের নির্দেশে মাটি কাটছে, মাটিগুলো এবিএম ইটভাটায় সরবরাহ করা হচ্ছে।

কয়েকজন স্থানীয় ব্যাক্তি গিয়াস উদ্দিন, গফুর আহম্মেদ বলেন, দিনে সীমিত হলেও রাতে মাটি কাটা ও পরিবহন বেপরোয়া হয়ে যায়। ইট ও মাটির গাড়ি চলাচলের ফলে সড়কগুলো দিয়ে হেঁটে যাওয়াও দুস্কর। বক্তব্য নেওয়ার জন্য ইউবিএমের মালিক জামাল উদ্দিনকে পাওয়া যায়নি।

তারাবুনিয়া এলাকার এবিএমের ব্যবস্থাপক আব্দুল কাদের বলেন, জমির মালিক বিক্রি করেছে, আমরা কিনেছি। জমির মালিক মাটি কাটার অনুমতি দিয়েছে। মালিকানা জমির মাটি কাটতে অনুমতি লাগে কিনা জানা নেই।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্রীরূপ মজুমদার জানান, লকডাউন শেষে আলীকদমের ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করা হবে। পাহাড়ে ইটভাটার অনুমতির সুযোগ নেই। আলীকদমের ইটভাটাগুলো অবৈধভাবে চলছে।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সায়েদ ইকবাল জানান, মাটি কাটার অভিযোগ পেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও মাটি কাটা বন্ধ করা হচ্ছে। আগামীতেও করা হবে। সবাই সহযোগিতা করলে পাহাড় ও ফসলি জমি কাটা বন্ধ করা সহজ হবে।