মাটিরাঙ্গায় অর্ধ কোটি টাকার অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী
॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গার চারটি কাঠের ডিপোতে রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির প্রায় অর্ধ কোটি টাকার কাঠ জব্দ করেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ৩০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. কর্ণেল মোঃ মোহসীন হাসান এর নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করে।
বন বিভাগের সহায়তায় দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র বন উজার করে প্রতিনিয়ত সমতলে মুল্যবান কাঠ পাচার করে আসছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার (২৪ এপ্রিল) রাতভর বাইল্যাছড়ি, নতুনপাড়া, ১০নং ইসলামপুর ও আদর্শগ্রাম এলাকার চারটি ডিপোতে অভিযান চালিয়ে ৪৬৩৫ সিএফটি অবৈধ কাঠ জব্দ করে সেনা সদস্যরা।
মাটিরাঙ্গার রেঞ্জ কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম জব্দকৃত কাটগুলো অবৈধ স্বীকার করলেও এসব কাঠে কিভাবে সরকারী হেমার মারা হলো তার কোন সদুত্তর দিতে পারেনি। তবে আটককৃত কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা হবে বলে জানান তিনি।
রাতভর অভিযান শেষে রবিবার (২৫ এপ্রিল) দুপুরের দিকে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মোঃ মোহসীন হাসান সাংবাদিকদের বলেন, এভাবে বন উজাড় হতে দেয়া হবেনা। অবৈধভাবে কাঠ পাচারের সাথে জড়িতদের কাউকে ছাড় হবেনা জানিয়ে তিনি বলেন, এ অভিযান অব্যহত থাকবে।