বরকলে বন্যহাতি তাড়াতে গিয়ে আক্রমণের শিকার হলেন এক মহিলা
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গমাটির বরকল উপজেলায় বন্যহাতি তাড়াতে গিয়ে নিজে আক্রমণের শিকার হলেন ৫০ বছরের এক মহিলা।এতে গুরুতর আহত তিনি।ঘটনার শিকার মোছা পারভীন বেগম মোঃ মোরশেদ আলমের স্ত্রী।
শুক্রবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ২ ঘটিকার সময় বরকল ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড কুরকুটিছড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্র জানা যায়,রাত যখন ২টা বাজে তখন সবাই গভীর নিদ্রায়।এমন মুহূর্তে বাচ্চাসহ ৭/৮টি হাতি গ্রামে প্রবেশ করে।আর পারভীন বেগমদের বাড়ি আক্রমণ করে। হাতির আক্রমণ ঠেকাতে সবাই মিলে বাহির হয়ে তাড়াতে গিয়ে এক হাতির লাথির আঘাতে গুরুতরভাবে আহত হন পারভীন বেগম। বর্তমানে তাকে প্রাথমিক চিকিৎসারত অবস্থায় বাড়িতে রাখা হয়েছে বলে জানান স্থানীয়রা।
স্থানীয়রা আরো জানান,লুংগুদু উপজেলা থেকে গুলশাখালি হয়ে দু’তিন দিন পর পর কুরকুটিছড়ি ও বরুণাছড়ি বন্য হাতি দল বেধে প্রবেশ করে। অতঃপর হিংস্র হয়ে মানুষের বাড়িতে আক্রমণ করে। বর্তমানে হাতির উপদ্রবে এলাকাবাসীর মনে আতঙ্ক বিরাজ করছে। সবাই নির্ঘুম হয়ে সারারাত হাতি পাহারা দিতে হচ্ছে বলে স্থানীয়রা জানান।
আহত মহিলার মেজো ছেলে মোঃ সুমন সাথে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি জানান – লুংগুদু উপজেলা থেকে তাড়া খেয়ে হাতির দল আমাদের গ্রামে এসে প্রবেশ করে। আজ ২/৩ দিন যাবৎ হাতি তাণ্ডবের জ্বালায় ঠিকমতো ঘুমাতেও পারছি না। আর গত রাতের মধ্যে এলাকায় ঢুকে সর্বপ্রথমে আমাদের বাড়িতে হাতিরা আক্রমণ চালায়। এরপর আক্রমণ ঠেকাতে পাশ্ববর্তী লোকজন মিলে তাড়া করি। এতে হঠাৎ আমার মা এক হাতির লাথি খেয়ে মাথায় এবং হাতে আঘাত পাই।একটুখানির জন্য আমার মা প্রাণে বেঁচে গেছেন বলে ফোনালাপে বিষয়টি গণমাধ্যমকে জানান।
এ ঘটনার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের ফোন কল দেয়া হলে কেউ কল রিসিভ করেননি।