বরকলে কঠোর লকডাউনেও খামারিদের সেবা দিয়ে যাচ্ছেন প্রাণি সম্পদ বিভাগের কর্মকর্তা চন্দন কুমার দে
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বরকল উপজেলায় কঠোর লকডাউনের কথা জেনেও পেশাগত দায়িত্ব পালনে নিবেদিত প্রাণ হয়ে খামারিদের সেবা দিয়ে যাচ্ছেন প্রাণি সম্পদ বিভাগের উপ-সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা চন্দন কুমার দে।
গত বুধবার (২১ এপ্রিল) সকালে বরকল ইউনিয়নের কুরকুটিছড়ি এলাকায় দুদিনব্যাপী গরুর ক্ষুরারোগ ও ছাগলের পি,পি, আর রোগের টিকা সহ সাধারণ চিকিৎসা সেবা দেয়া হয়।
এসময় কুরকুটিছড়ি এলাকার ২০ খামারীর ৬০টি গরু এবং ৯৬ টি ছাগলকে ক্ষুরারোগ ও পি,পি, আর রোগের প্রতিষেধক টিকা দেওয়া হয়।একইসাথে গরুর মোটাতাজাকরণ বিষয়ের উপর খামারিদের সাথে পরামর্শমূলক আলোচনা সভা করেন চন্দন কুমার দে।
উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা চন্দন কুমার দে বলেন,আসলে আমি মনে প্রাণে এদেশের যারা আসল চালিকাশক্তি তাদের (খামারি/ কৃষক) জন্য কাজ করে যেতে চাই। যেটা আমার উপর জনগণ তথা সরকারের অর্পিত দায়িত্বের মধ্যে পড়ে। উনাদের জন্য কাজ করে মনে অনেক শান্তি অনুভব করি। গত বছর লকডাউনের সময়ও আমি আমার সর্ব্বোচ সেবা খামারিদের জন্য দিয়েছি এবং এ বছরও দিয়ে যাবো। তবে দুঃখ একটা যে সরকার আমাদের এ সেক্টরটাকে জরুরিসেবার আওতায় আনেননি। আমি এ সেবার সাথে যারা নিজেদের জীবনের মায়া তুচ্ছ করে এ লকডাউনের মধ্যেও দেশের জন্য কাজ করে যাচ্ছে তাদের জরুরীসেবার আওতায় আনার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি।ভূলত্রুটি মার্জনীয়।