[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপনথানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরু
[/vc_column_text][/vc_column][/vc_row]

বরকলকে করোনামুক্ত রাখার চেষ্টায় বরকল থানা পুলিশ

৮৬

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির বরকল উপজেলায় সরকারের নতুন করে ঘোষিত লকডাউনকে বাস্তবায়ন করতে রোজা রাখার পরও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টহল পরিচালনার মাধ্যমে বরকলকে করোনামুক্ত রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বরকল মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (২২এপ্রিল) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় বরকল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন এর নেতৃত্বে টহল পরিচালনা করেছে পুলিশ সদস্যরা ।

এসময় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, বাজারে ঔষধের দোকান, কাঁচাবাজার, মুদি দোকান ছাড়া খাবারের হোটেল ও অন্যান্য দোকানপাট বন্ধ রাখা হয়েছে।একইসাথে বরকলে নৌ চলাচল বন্ধ রেখে লকডাউন বাস্তবায়ন করেছে বরকল থানা পুলিশ।

এছাড়াও অফিসের জরুরি কাজে এবং ঔষধপত্র,কাঁচামাল আনার জন্য নৌ-পথে সীমিত সংখ্যক ছোট নৌ চলাচল চালু রাখা হয়েছে।আর বরকল থানা পুলিশ সদস্যদের টহল অব্যাহত রাখায় বাজারে জনসমাগম একদম নেই বলা যায়।এদিকে,বরকলে কঠোর লকডাউনের জন্য এবং জনসচেতনতার কারণে এখনো পর্যন্ত করোনায় কেউ আক্রান্ত হয়নি। বলতে গেলে বরকল করোনামুক্ত রয়েছে।

অন্যদিকে,বরকলকে করোনামুক্ত রাখতে মাইকিং এর মাধ্যমে জনসচেতনতা মূলক প্রচারনা ও বিনামূল্যে মাস্ক বিতরন কার্যক্রম অব্যাহত রেখেছে বরকল মডেল থানা পুলিশ।