[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
থানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরুরাঙ্গামাটির রাজস্থলীতে দুস্থদের মাঝে ভিজিডি চাল বিতরণলক্ষ্মীছড়িতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনজাতীয়তাবাদী দল বিএনপি একটি গণমানুষের দল: আবু তালেবধানের শীর্ষে ভোট দিয়ে বিএনপিকে শক্তিশালী করতে হবে
[/vc_column_text][/vc_column][/vc_row]

গুইমারাতে ২১ সদস্য বিশিষ্ট বুদ্ধ শাসন ভিক্ষু কল্যান পরিষদের নতুন কমিটি গঠন

৭৫

॥ চাইথোয়াই মারমা,খাগড়াছড়ি ॥

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় বুদ্ধ শাসন ভিক্ষু কল্যান পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে থেরবাদী বৌদ্ধ ধর্ম প্রচার ও প্রসারে অগ্রণী ভূমিকা রাখার অন্যতম সাংঘিক সংগঠন বুদ্ধ শাসন ভিক্ষু কল্যান পরিষদের নতুন কমিটি গঠিত হয়। পূর্ব কমিটির মেয়াদ উত্তীর্ন হওয়ায়(২০২১-২০২৫) পাঁচ বছর মেয়াদে এ কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গত শুক্রবার (১৯শে মার্চ) গুইমারা সদর ধাতুচৈত্য কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ অধিবেশনে(২০২১-২০২৫) পাঁচ বছর মেয়াদে ২১ জন সদস্য বিশিষ্ট নতুন এ কার্যকরী কমিটি গঠন করা হয়। ২১জন সদস্য বিশিষ্ট কার্যকরী নতুন এ কমিটিতে উ.সুরিয়েন্টা মহাথেরোকে সভাপতি এবং উ.সংঘরত্ন ভিক্ষুকে মহাসচিব হিসেবে উপস্থিত সিলেকশন এর মাধ্যমে নির্বাচিত করা হয়। উপস্থিত সকল ভিক্ষুসংঘ সমন্বযয়ে হাঁ ভোটের মাধ্যমে এ কমিটির অনুমোদন প্রদান করেন সংঘ নায়ক উ, সুরিয়া মহাথেরো।

প্রত্যক উপজেলা ভিত্তিক ৭জন বিশিষ্ট ও অভিজ্ঞ মহাস্থবিরদেরকে নিয়ে শক্তিশালী উপদেষ্টা কমিটি গঠন করা হয়। অত্র সংগঠনের সর্বোচ্চ গুরু প্রধান উপদেষ্টা সংঘ নায়ক উ, সুরিয়া মহাথেরো নতুন কমিটিকে সাধুবাদ জানিয়েছেন।

এসময় উপস্থিত ভিক্ষুসংঘ সকলেই পার্বত্য চট্টগ্রামে তথা বাংলাদেশের বৌদ্ধ ধর্ম ও বৌদ্ধ জাতির সামগ্রিক উন্নয়নে স্ব স্ব অবস্থান থেকে অবদান রাখার সুদৃঢ আশাবাদ ব্যক্ত করেন।