রাঙ্গামাটিতে হুসেইন মুহম্মদ এরশাদের ৯১তম জন্ম বার্ষিকী পালিত
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৯১তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (২০মার্চ )বিকেলে জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে জাতীয় পার্টির প্রতিষ্ঠা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মহাম্মদ এরশাদ এর ৯১তম জন্ম বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় রাঙ্গামাটি জাতীয় পার্টির জেলা সভাপতি মোঃ হারুনুর রশিদ মাতব্বর এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রজেশ চাকমা’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি লেহাজ উদ্দিন সরদার,সাংগঠনিক সম্পাদক সুশান্ত দেওয়ান (বাবু রাম), জেলা মহিলা পার্টির সদস্য সচিব নয়না দেওয়ান,সদস্য সুদীর্ঘ চাকমা সদর উপজেলার সদস্য সচিব বিটু দেওয়ান,বিশিষ্ট ব্যবসায়ী মালেক সওদাগর প্রমূহ
এসময় বক্তারা বলেন এশাদের নয় বছর সোনালী শাসনমলে ৬৮ হাজার গ্রাম বাংলার মানুষের উপজেলার পর্যায়ে যোগাযোগ ক্ষেত্রে উন্নয়ন ও সার্বিক কর্মসংস্থান ও ভাগ্য উন্নয়ন ঘটেছে এর জন্য গ্রাম বাংলার মানুষ এরশাদকে পল্লীবন্ধু হিসেবে আখ্যায়িত করেছেন।সারা বাংলাদেশে ৬৮ হাজার গ্রাম বাংলার যতদিন বেঁচে থাকবে পল্লীবন্ধু হুসেইন এরশাদকে চিরদিন মনে রাখবে। বক্তারা আরো বলেন বর্তমানে পল্লীবন্ধুর লালিত আর্দশকে বর্তমান চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব জিয়া উদ্দীন আহম্মেদ বাবলু এর নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির সমন্বয়ে সারা বাংলাদেশে জাতীয় পার্টির সুদুর প্রসারী ভূমিকা রাখবে।