বরকলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বরকল উপজেলা প্রশাসনের উদ্যোগে নানান আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
বুধবার (১৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের কার্যালয়ের কনফারেন্স কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং দিবসটি কেন্দ্র করে আবৃত্তি,চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রতিনিধি মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা। উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী টিটু ত্রিপুরার সঞ্চালনায় ১৭মার্চ ১৯২০ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর জীবনের তাৎপর্য তুলে ধরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরকল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন,উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা মোঃ বজলুল করিম,উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক বলেন, ১৯২০ সালে টুঙ্গিপাড়া গ্রামে এক শিশুর জন্ম। আর সেই শিশুর নাম রাখা হয়েছে খোকা। পরবর্তীতে খোকা নামক শিশু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামে বিশ্ব দরবারে পরিচয় লাভ করে।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্কুল জীবন থেকে অন্যায়ের প্রতিবাদী ছিলেন। ১৯২০ সাল থেকে ৪৭ সাল এবং ১৯৭১ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর জীবনে ঘটে যাওয়া মূহুর্ত এক একটি অধ্যয়।বঙ্গবন্ধুর জন্মের আগে কত বড় বড় নেতা জন্মে ছিলেন কিন্তু তার সাথে তুলনা করা যায় না। তিনি ছিলেন সত্যিকারের নেতা ও স্বপ্নদ্রষ্টা। দেশকে স্বাধীনতা ফিরে দিতে পাকিস্তানী শাসকগোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলায় তেরটি বছর বঙ্গবন্ধু কারাগারে কাটিয়েছেন।কতবড় মহান হলে তিনি নিজেকে ত্যাগ করতে পারেন তা বঙ্গবন্ধুর জীবনাদর্শ সম্পর্কে উপলব্ধি করলে আমরা বুঝতে পারি।আসলে বঙ্গবন্ধুকে আল্লাহ স্বাধীন সার্বভৌম দেশ ফিরে পাওয়ার জন্য আমাদের মাঝে পাঠিয়েছেন বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
তিনি আরো বলেন,জাতীয় শিশু দিবস প্রথম অনুষ্ঠিত হয় টুঙ্গিপাড়ায়।আজ শিশু দিবসে শিশুদের নিয়ে যে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে একইভাবে এদিনে টুঙ্গিপাড়া গ্রামেও শিশুদের নিয়ে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিশু দিবসে জীবনের শৈশব আমার মনে পড়ে যায় বলতে গেলে এ দিনটা চলে আসলে স্মৃতিকাতর হয়ে পড়ি।বঙ্গবন্ধুর জীবনের সাথে, বঙ্গবন্ধুর বাড়ির সাথে এবং শৈশব সম্পর্কে আমার ব্যক্তি জীবনের সাথে অঙ্গাঅঙ্গীভাবে জড়িত।
এসময় উপজেলা প্রাণি সম্পদ বিভাগ এর কর্মকর্তা পলি রাণী ঘোষ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান পাটোয়ারী,বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা,উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা প্রিয় রতন চাকমা,উপজেলা আনসার- ভিডিপি কর্মকর্তা মোঃ হারুন অর রশীদ,সমবায় অফিসের কর্মকর্তা জ্যাকলিন চাকমা,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প ব্যবস্থাপক চিচি মুনি চাকমা, বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রিনা চাকমা সহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, শিক্ষক – শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলে।
সভা শেষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।