বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ
জাতির পিতার প্রতিকৃতিতে রাঙ্গামাটি প্রেস ক্লাব এর শ্রদ্ধা নিবেদন
|| নিজস্ব প্রতিবেদক ||
স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে ফুলেল শ্রদ্ধা জানালো রাঙামাটি প্রেস ক্লাব। বুধবার (১৭মার্চ) সকাল আট ঘটিকায় সদর উপজেলায় স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা জানান ক্লাব এর নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি প্রেস ক্লাব এর সহ-সভাপতি মিলটন বড়ুয়া, হারুন অর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক নন্দন দেব নাথ, যুগ্ম সম্পাদক জিয়া উর রহমান, হিমেল চাকমা, আলমগীর মানিক, হেফজ উল বারি সবুজ, অর্থ সম্পাদক মোঃ কামাল উদ্দীন, বিনয় চাকমা, পিংকি আক্তার সহ অন্যান্য সদস্য বৃন্দ।
বঙ্গবন্ধুকে ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর নেতৃবৃন্দরা সেখানে কিছুক্ষণ অবস্থান করেন। এসময় বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন তিনি দেখেছেন তাঁর জন্মশতবর্ষে এসে আবারও রাষ্ট্র ও গণমানুষের উন্নয়নে দেশের সাংবাদিকরা হাল ছাড়েনি বলে সাংবাদিক নেতৃবৃন্দ প্রত্যয় ব্যক্ত করেন, তাঁদের কলম হবে এদেশের গণমানুষের, সমাজের এবং রাষ্ট্রের কল্যাণে।