মাটিরাঙ্গায় তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ি মাটিরাঙ্গায় তামাক কোম্পানির প্রভাব ও তামাক থেকে দেশকে রক্ষা করার লক্ষ্যে প্রথমবারের মতো তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সোমবার (১৫ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল,সাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সহযোগীতায়,অনুষ্ঠানটি আয়োজন করেন মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।
বাংলাদেশে প্রতি বছর এক লাখ ৬১ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করে এবং ১২ লাখেরও বেশি মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হন। তিন লাখ ৮২ হাজার মানুষ অকাল পঙ্গুত্বের শিকার হন। তামাকজনিত রোগব্যাধি ও অকাল মৃত্যুর কারণে বাংলাদেশে প্রতি বছর ৩০ হাজার ৫৭০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয় বলে প্রশিক্ষনে উল্লেখ করা হয়।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার তামাকের বিভিন্ন ক্ষতিকর দিক উল্লেখ করে বলেন,বিশ্বব্যাপী তামাক শুধু জনস্বাস্থ্যে সমস্যা করছে তা নয়। তামাকের উৎপাদন, বিপণন ও তামাক থেকে উৎপন্ন বর্জ্যে পরিবেশের উপর মারাত্মক প্রভাব রয়েছে।
মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বর্তমানে তামাক নিয়ন্ত্রণ সবচেয়ে বড় চ্যালেঞ্জ মন্তব্য করে বলেন,তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন, সহায়ক নীতি প্রণয়ন, কর বৃদ্ধি, তামাক চাষ নিয়ন্ত্রণ প্রতিটি ক্ষেত্রে তামাক কোম্পানি প্রভাব বিস্তার করে চলেছে। এখন পর্যন্ত তামাক নিয়ন্ত্রণে যতোখানি অর্জন রয়েছে তার সফলতার ধারাবাহিকতা ধরে রাখতে হলে কোম্পানির প্রভাব থেকে সহায়ক নীতিগুলো সুরক্ষায় গুরুত্ব দেয়ার বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।
প্রশিক্ষণে,সরকারের ভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, বেসরকারি ও আর্ন্তজাতিক সংস্থার প্রতিনিধি, পরিবেশবিদ, গবেষক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞসহ প্রায় সারাদেশ থেকে তিন শতাধিক ব্যক্তি সরাসরি ও ভার্চুয়ালি সম্মেলনে সংযুক্ত হবেন। এখানে তামাক নিয়ন্ত্রণে আর্থিক যোগান, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনের দুর্বল দিক ও সংশোধন, তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন, তামাকের উপর কর বৃদ্ধি, তামাক চাষ নিয়ন্ত্রণ ও তামাক কোম্পানির প্রভাব থেকে জনস্বাস্থ্যবিষয়ক সব নীতি সুরক্ষাসহ নানা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা করা হয়।
প্রশিক্ষনে উপজেলা কৃষি কর্মকর্তা,মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,কলেজ ও শিক্ষা প্রতিষ্টানের প্রধান, হেডম্যান, কার্বারী, মাটিরাঙ্গা বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মোঃ সোহাগ,যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান,রোভার স্কাউট প্রতিনিধি সহ অনেকে উপস্থিত ছিলেন।