[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
থানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরুরাঙ্গামাটির রাজস্থলীতে দুস্থদের মাঝে ভিজিডি চাল বিতরণলক্ষ্মীছড়িতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনজাতীয়তাবাদী দল বিএনপি একটি গণমানুষের দল: আবু তালেবধানের শীর্ষে ভোট দিয়ে বিএনপিকে শক্তিশালী করতে হবে
[/vc_column_text][/vc_column][/vc_row]

নাইক্ষ্যংছড়িতে ব্র্যাক’র উদ্যোগে লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত

৩৫

॥ নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি ॥

নাইক্ষ্যংছড়িতে বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক পরিচালিত জেন্ডার রেসপন্সিভ এডুকেশন এন্ড স্কিল প্রোগ্রাম ইন চট্টগ্রাম হিল ট্রাক্টস এর আয়োজনে প্রাথমিক শিক্ষা থেকে ঝরে পড়া শিশু-কিশোরী ও নারীদের শিক্ষার মান উন্নয়নে নারীর প্রতি বৈষম্য নিরসনে লানিং শেয়ারিং মিটিং ও কর্মশালা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৯ মার্চ)  সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ত্রি রত্ন চাকমার’র সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি। সংস্থাটির উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উক্ত সংস্থার ডিসট্রিক্ট ম্যানেজার ছালেহ আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক সুপারভাইজার মোঃ সোহেল মিয়া,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আক্তারুল আলম,সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান এ্যনি মার্মা, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন সুলতানা,বাইশারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাসান আলী,সদর ইউনিয়নের ইউপি সদস্য রাশেদা বেগম,তুলাতলী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইদ্রিস,পাড়া উন্নয়ন কর্মী মোঃ হোসাইন প্রমূখ।

প্রধান অতিথি ইউএনও সাদিয়া আফরিন কচি বলেন,সীমান্তবর্তী এ উপজেলার বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অর্থাভাবে শিক্ষায় পিছিয়ে আছে। তাই বাল্য বিবাহ,যৌন হয়রানিসহ নারীর প্রতি বৈষম্য নিরসন, শিশু-কিশোরী ও নারীদের শিক্ষার মান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। এসময় তিনি আরো বলেন, নারীরা হল পরিবারের মূল চালিকা শক্তি,পুরুষের পাশাপাশি নারীরা সমান তালে শ্রম দিয়ে আসছে। সভায় ব্র্যাক এর বিভিন্ন মাধ্যমে শিশু-কিশোরী ও নারী শিক্ষায় দক্ষতা অর্জনে আরো গতিশীলতা আনতে এই প্রকল্প কার্যকর ভূমিকা রাখবে এই প্রত্যাশা করেন তিনি।