[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাজস্থলীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিতদীঘিনালায় স্কুল শিক্ষার্থীদের মাঝে ৯শত চারা বিতরণ করা হবেপানছড়িতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিতলংগদুতে জুলাই শহীদ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভারাঙ্গামাটির লংগদুতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করনের লক্ষ্যে মতবিনিময় সভামানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দরাবিপ্রবির শিক্ষক সংকট অনেকটাই নিরসন হয়েছে: ভাইস চ্যান্সেলররাঙ্গামাটিতে ব্যবসায়ীর ত্রি-খণ্ডিত লাশ উদ্ধার, ঘাতক স্বামী-স্ত্রী ফেফতারবান্দরবানের লামায় বড় ভাইয়ের শশুর বাড়ির লোকজনের হাতে ছোট ভাই খুনবান্দরবানে রাতের অন্ধকারে জিয়া স্মৃতি সংসদ অফিস ভাঙচুর
[/vc_column_text][/vc_column][/vc_row]

কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু

৩৮

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

কাপ্তাই উপজেলায় বন্য হাতির আক্রমণে ৪৫ বছর বয়সের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার ভোরে উপজেলার বন উন্নয়ন প্রশিক্ষণ ছাত্রাবাসের সামনে নৌ-বাহিনীর সড়ক এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন। অনেকদিন যাবৎ এই ব্যক্তিকে বিভিন্ন এলাকায় ঘুরাফেরা করতে দেখা গেছে। তবে তার নাম ঠিকানা বা পরিচয় কেউ জানে না। সূত্রে আরো জানা গেছে, বন প্রহরীরা ডিউটি করতে গিয়ে রাস্তায় হাত,পা বিচ্ছিন্ন করা অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে।

পার্বত চটগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোঃ মহসিন তালুকদার জানান, গত বছরেও একই এলাকায় বন্য হাতির আক্রমণে স্থানীয় একটি মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছিল। এ নিয়ে কাপ্তাইয়ে গত ২ বছরে বন্য হাতির আক্রমণে ৫ জনের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে কাপ্তাই পুলিশ সার্কেল রোশন আরা রব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।