[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
থানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরুরাঙ্গামাটির রাজস্থলীতে দুস্থদের মাঝে ভিজিডি চাল বিতরণলক্ষ্মীছড়িতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনজাতীয়তাবাদী দল বিএনপি একটি গণমানুষের দল: আবু তালেবধানের শীর্ষে ভোট দিয়ে বিএনপিকে শক্তিশালী করতে হবে
[/vc_column_text][/vc_column][/vc_row]

বরকলে ৪৫ বিজিবি কর্তৃক সেগুন কাঠসহ দু’নৌকা জব্দ

৬১

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির বরকলে চোরাই সেগুন কাঠসহ দু’টি নৌকা জব্দ করতে সক্ষম হয়েছে বরকল ৪৫ বিজিবি জোন।
শুক্রবার (৫ মার্চ) রাতে বরকল ইউনিয়ন ১নং ওয়ার্ডে নলবন্যা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে ৪৫ বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শামিম আল আজাদ এর নির্দেশনায় এবং নায়েব সুবেদার মোঃ আলা উদ্দিনের নেতৃত্বে ১শ ২৮ টুকরো চোরাই সেগুন কাঠ ও দু’টি নৌকা জব্দ করা হয়েছে।

জানা যায়,বরকল ৪৫ বিজিবি আওতাধীন বরকল সদর থেকে ০২ কিঃমিঃ পশ্চিমে নলবন্যা গ্রামে একটি জায়গায় রাত এগারোটা সময় ইঞ্জিন চালিত নৌকায় চোরাই সেগুন কাঠ বোঝাই করা হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে এ খবরটি পেয়ে ৪৫বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শামিম আল আজাদ এর নির্দেশনায় এবং নায়েব সুবেদার মোঃ আলাউদ্দিনের নেতৃত্বে চোরাই সেগুন কাঠ জব্দ করতে গেলে উপস্থিতি টের পেয়ে নৌকা ফেলে রেখে মালিক(নৌকার মালিক) ও কামলারা দৌড় দিয়ে পালিয়ে যায়। পরে জব্দকৃত নৌকা দু’টি বরকল জোনে নিয়ে আসা হয়।

জব্দকৃত চোরাই সেগুন কাঠ বোঝাই নৌকা দু’টির বিরুদ্ধে বন সংরক্ষণ আইন মোতাবেক বন বিভাগ স্টেশন কর্মকর্তাদের উপস্থিতিতে সিজ দেখিয়ে মূল্য নির্ধারন করে অপশনে দেয়া হবে বলে গণমাধ্যমকে জানান।