প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে জোর দিন
রাজস্থলী উপজেলায় সন্ত্রাসীদের হুমকিতে প্রায় ১বছর ধরে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওয়তাধীন ধর্মীয় প্রতিষ্ঠান মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃাতিক কেন্দ্র নির্মাণ এবং ফায়ার সার্ভিস স্টেশন কাজ বন্ধ রয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। যার ফলে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তি ধর্মীয় প্রতিষ্ঠান এবয় ফায়ার সার্ভিস ষ্টেশন নির্মাণ বন্ধ রয়েছে। চলমান কাজগুলো কবে নাগাদ শেষ হবে তাও অনিশ্চিত। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পগুলো কাজ দ্রুত শেষ করার জন্য প্রশাসনের নিকট দাবী জানিয়েছেন স্থানীয়রা।
জানা গেছে, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার এ প্রকল্পের বাস্তবায়ন করা হচ্ছে ৩ ক্যাটাগড়িতে। দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ১টি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন মসজিদ নির্মান হচ্ছে। এর মধ্যে রাজস্থলী উপজেলায় ‘সি, ক্যাটাগড়ি মসজিদের জন্য জায়গা নির্ধারনের জন্য দায়িত্ব নেন জেলা ও উপজেলা প্রশাসন। স্থানীয়রা জানায়, জেলার রাজস্থলী উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক স্বাংস্কৃতিক কেন্দ্র ১৩ কোটি এবং ফায়ার সার্ভিস ৩ কোটি ৫০ লক্ষ টাকার নির্মান কাজ প্রায় ১ বছর ধরে আটকে আছে। এতে প্রকল্পটির কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব নয় বলে জানান সংশ্লিষ্টরা। পর্যাপ্ত পরিমান জমি অধিগ্রহণ করে রাজস্থলী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক স্বাংস্কৃতিক কেন্দ্র নির্মানের দরপত্র আহবান করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তর গণপুর্ত বিভাগ ঠিকাদার ও নিয়োগ করা হয়। জানা গেছে দরপত্র আহবান ও ঠিকাদার নিয়োগ করে কাজ শুরুর কয়েকদিনের মাথায় সন্ত্রাসীদের কারনে কাজ বন্ধ করে দেওয়ায় বেকায়দায় পড়েছে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রণালয়ের আওতাধিন গনপূর্ত অধিদপ্তরের ঠিকাদারি প্রতিষ্ঠানও।
এদিকে রাজস্থলী উপজেলার মডেল মসজিদ ও ফায়ার সার্ভিস কাজ বন্ধ বিষয়ে জানতে চাইলে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, মডেল মসজিদ নির্মাণে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ বন্ধের চিঠি প্রেরণ করে। সন্ত্রাসীদের কারনে মসজিদ নির্মান কাজ বন্ধ। মসজিদ নির্মান ঠিকাদার প্রতিষ্ঠান বঙ্গ বিল্ডার্স লিঃ এর স্বত্তাধিকারী অসিত কুমার বলেন, মসজিদের কাজ শুরু করে ক’দিন যাওয়ার পর থেকে আঞ্চলিক সংগঠনের চাপের মুখে কাজ বন্ধ করে রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য গণপুর্ত বিভাগ, রাঙ্গামাটি ও মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথা ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ অগ্রাধিকার প্রকল্প এর কাজ বন্ধ হয়ে পড়া মানেই মানুষের ধর্মীয় কাজে কর্মে আঘাত সৃষ্টি হওয়া। যে কোন ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ বা উন্নয়ন মানুষেরই কল্যাণে সেখানে এসব উন্নয়ন প্রতিষ্ঠানের কাজে বাঁধা প্রদান স্বভাবতই মানুষকে চিন্তায় ফেলে দেয়া। জনমানুষের স্বার্থে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পগুলোর বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের জোর দেয়া জরুরী এবং উচিৎ।