রাঙ্গামাটির রাজস্থলীর নোয়াপাড়া সড়কের বেহাল দশা
॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
দীর্ঘ এক যুগের ও বেশি সময় ধরে অযত্নে অবহেলায় অভিভাবকহীন হয়ে পড়ে আছে রাজস্থলী উপজেলাধীন ১নং ঘিলাছড়ি ইউনিয়নের নোয়াপাড়া এলাকার সড়ক। এতে প্রতিনিয়ত দূর্ভোগে পড়েছে দুরদুরান্ত থেকে আসা শতশত স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়, সড়ক জুড়ে রয়েছে অসংখ্য খানাখন্ড ও ছোটবড় গর্ত। পিচ উঠে গিয়ে ইটের সুরকি পর্যন্ত উঠে গেছে। সড়কের কিছু কিছু স্থানে পিচ রোডের অংশ উঠে গিয়ে বড় বড় গর্তে পরিপূর্ণ হয়েছে। ট্রাক, অটোরিকসা, মাহিন্দ্রা চলে হেলে দোলে কটকট করে। পায়ে হেটেও চলাচলের অনুপোযোগী দীর্ঘ সময়। অন্ধকার রাতে হাটতে গিয়ে দূর্ঘটনার শিকার হচ্ছে প্রতিনিয়ত। বিশেষ করে স্থানীয় বয়বৃদ্ধ লোকদের জন্য হাটাও ভয়ংকর হয়ে দাড়িয়েছে। যানবাহন যেতে চায়না লক্কর জক্কর সড়কটি দিয়ে।
হাজীপাড়া এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, এসড়ক দিয়ে প্রতিনিয়ত নোয়াপাড়া, আমতলী পাড়া, বগাছড়ি পাড়ার শত শত জন সাধারনের যাতায়াত। সড়কটি নিয়ে কারো মাথা ব্যাথা নেই। যত ভোগান্তি চলাচলকারীদের। একাধিকবার সড়কটি মেরামত করার অনুরোধ জানানো হলেও মেলেনি কোন সাড়া। তাই স্থানীয় এলাকাবাসীর একটাই দাবী এলজিডি অথবা সড়ক ও জনপদ কর্তৃপক্ষ যে কোন ভাবে এ সড়কটি দ্রুত মেরামত করে তাদের কষ্টের লাঘব করবেন।
হাজী পাড়া জামে মসজিদের ঈমাম মোস্তফা বলেন, সড়কটির দুর্দশা ও বেহাল অবস্থার কারনে সমস্যায় পড়তে হয় নামাজ পড়তে আসা মুসল্লীদের। শুধু তাই নয় এ এলাকার ক্ষুদ্র নৃগোষ্টি জাতি ভাইদেরও। আর একটু বৃষ্টি হলে চরম দূর্ভোগ পোহাতে হয়।
সড়কটি সংস্কারের বিষয়ে উপজেলা এলজিডি অফিসের সাথে যোগাযোগ করা হলে ইতিমধ্যে সমন্বয় মিটিংএ সংস্কারের বিষয়ে উপস্থাপন করে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসারের সম্মতিক্রমে খুব শিগ্রই টেন্ডার প্রক্রিয়ার শেষে সংস্কার কাজ করা হবে।