রাঙ্গামাটিতে যথাযোগ্য মর্যাদায় বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ
॥ নিজস্ব প্রতিবেদক ॥
১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ভাষার জন্য জীবন উৎসর্গকারী সালাম, রফিক জব্বারসহ নাম না জানা সব শহীদদের স্মরণে প্রথম প্রহরে রাঙ্গামাটির কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ।
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাঙ্গামাটি জেলা প্রশাসন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, রাঙ্গামাটি প্রেসক্লাব,পৌরসভা, উপজেলা প্রশাসন সহ জেলার বীর মুক্তিযোদ্ধারা মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
রাত ১২টা ১টি মিনিটে প্রথমে রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ,রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুপ্রু চৌধুরী, পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন, সহ জেলার বীর মুক্তিযোদ্ধারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এর পর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ অন্যান্য ছাত্রসংগঠন এবং সর্বস্তরের নাগরিকেরা ফুল দিয়ে বায়ান্নর ভাষাশহীদদের স্মরণ করেন। মাইকে বাজতে থাকে অমর একুশের গানের করুণ সুর ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’। ধারাভাষ্যকারেরা অবিরাম কবিতার পঙ্ক্তিমালা আবৃত্তি করেন। প্রতিবছরের মতো এবারও একুশের প্রথম প্রহরে রাতের নিস্তব্ধতা ভেঙে জেগে উঠেছিল রাঙ্গামাটি বাসী।