কাপ্তাই উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের লোকজন ভাষা শহীদের ফুলদিয়ে স্মরণ
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
একুশে ফেব্রুয়ারী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মহান একুশে প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে কাপ্তাইয়ে শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করলেন সকল ভাষা শহীদদের। কাপ্তাই উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আইন শৃঙ্খলা বাহিনী সহ নানা সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ হতে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। এইসময়
কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, ইউএনও নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কাপ্তাই সার্কেলের সহকারী পুলিশ সুপার রওশন আরা রব, সহকারী কমিশনার (ভূমি) মঈনুল হোসেন চৌধুরী, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী সহ স্বাস্থ্য বিধী মেনে নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন ।
এদিকে দিবসটি উপলক্ষে রবিবার (২১ ফেব্রুয়ারী) সকালে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহানের সভাপতিত্বে এবং কাপ্তাই প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মাইনুল হোসেন চৌধুরী, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ ইব্রাহীম খলীল, চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) হুমায়ন কবীর। এছাড়া অনান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী। আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।