মাটিরাঙ্গায় ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতীক মাতৃভাষা দিবস পালিত
॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥
বিনম্র শ্রদ্ধা যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্য পরিবেশে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ২১ শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ পালিত হয়।
২১ ফেব্রুয়ারী রবিবার সকাল সাড়ে ৮টায় মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার মিজ তৃলা দেবের সভাপতিত্বে দিবসটির তাৎপর্যতুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন,মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম,উপজেলা নির্বাহি অফিসার মিজ তৃলা দেব,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজ ফারাজানা আক্তার ববি,মাটিরাঙ্গা থানার (ওসি) মোঃ আলী,খাগড়াছড়ি জেলার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হানিফ হাওলাদার, প্রমুখ বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথীর বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম ভাষা শহিদদের আত্মত্যাগ বৃথা যেতে দেবো না উল্লেখ করে বলেন,ভাষা আন্দোলনের জন্য রক্ত দিয়ে যারা রক্তের অক্ষরে মাতৃভাষার মর্যাদা রক্ষা করেছিল, আর যাদের পদাঙ্ক অনুসরণ করেই আমরা স্বাধীনতা অর্জন করেছি,সেই ত্যাগ আমরা বৃথা যেতে দেব না। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়াই আমাদের মুল লক্ষ্য।
সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার মিজ তৃলা দেব বলেন,ভাষা আন্দোলনের পথ ধরেই বাঙালি জাতি ১৯৭১ সালে অর্জন করেছিল মহান স্বাধীনতা।তাছাড়া ভাষার জন্য আন্দোলন ইতিহাসে বিরল ঘটনা। তিনি আরো বলেন,বিশ্বের সপ্তম জনপ্রিয় বাংলা ভাষা,যে ভাষায় প্রায় ৩০ কোটি বেশি মানুষ কথা বলে।
এর আগে দিবসটির প্রথম প্রহরে অত্র উপজেলার সর্বস্তরের জনসাধারনের অংশগ্রহণে মাটিরাঙ্গা উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্টানে মাটিরাঙ্গা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মোঃ মোহতাছিম বিল্লাহ্,প্রকল্প কর্মকর্তা রাজ কুমার শীল,যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশরাফ উদ্দিন,পল্লী উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবির পাটোয়ারী,পরিসংখ্যান কর্মকর্তাএসএম রুবাইয়াত তানিম,সহ অন্যান্য বিভাগীয় কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি সুশিল সমাজের প্রতিনিধি,সামাজিক সংগঠন সহ অনেকে উপস্থিত ছিলেন।