আজকের প্রজম্মই দেশ পরিচালনার ভবিষ্যৎ
ম্যারাথন দৌড় প্রতিযোগীতা জনমানুষের মধ্যে সৌহার্দ্যের উন্মেষ ঘটেছে: সন্তু লারমা
॥ নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা সন্ত লারমা বলেছেন, মানবজীবনকে সুন্দর করতে চাইলে শুধু মনসিকতাই নয় দৈহিকভাবেও সুস্থ থাকতে হবে। বঙ্গবন্ধুর জন্মশতবাষির্কী উপলক্ষ্যে আয়োজিত ম্যারাথন দৌড় প্রতিযোগীতা জনমানুষের মধ্যে সৌহার্দ্যরে উন্মেষ ঘটেছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) বিকালে বঙ্গবন্ধুর জন্মশতবাষির্কী ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে রাঙ্গামাটি রিজিয়ন কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারথন-২০২১ এর প্রতিযোগীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাঙ্গামাটি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ইফতেকুর রহমান, পিএসসি এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বিজিবি’র রাঙ্গামাটি সেক্টর কমান্ডার, আহসান আজিজ, পিএসসি, রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, ডিজিএফআই এর পরিচালক ইমরান ইবনে আব্দুর রউফসহ সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আরো বলেছেন, এই প্রতিযোগীতা কোন ব্যক্তি বিশেষের নয় এটি হলো সার্বিক। এ আয়োজন ভবিষ্যতে আরো সুন্দর হতে পারে। রাঙ্গামাটি রিজিয়ন কর্তৃক আয়োজিত প্রতিযোগীতা প্রশংসার যোগ্য রাখে।
সভাপতির বক্তব্যে রিজিয়ন কমান্ডার বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু যেভাবে দেশ স্বাধীনের জন্য আহ্বান করেছিলেন, ঠিক সেভাবেই আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নের জন্য কাজ করে যাবো। আজকের প্রজম্মই দেশ পরিচালনার ভবিষ্যৎ। হাজার বছরের শ্রেষ্ট বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষির্কী অনুষ্ঠান ১৬ ডিসেম্বর পর্যন্ত পালন করা হবে। তিনি বলেন, বাংলাদেশ সেনা বাহিনী সার্বভৌমত্বের প্রতীক। দেশের উন্নয়নে জনগনকে সাথে নিয়েই কাজ করবে এবং জনগনের পাশেই থাকবে।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিবৃন্দ ম্যারথন দৌড় প্রতিযোগীতায় আংশগ্রহনকারীদের মাঝে সনদ বিতরণ করেন। এতে প্রথম পর্বে রাঙ্গামাটি সদর উপজেলা ও বরকল উপজেলা থেকে ম্যারাথন প্রতিযোগীতায় অংশ গ্রহন করেন ১ হাজার ৫শত ৩০ জন।