[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়িতে অপহৃত ৫শিক্ষার্থীর মধ্যে লংঙি ম্রো বান্দরবান উপজেলা আলীকদমেরখাগড়াছড়ির রামগড়ে দুই কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে দুই বসতবাড়ি আগুনে ভষ্মিভুতদীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনী
[/vc_column_text][/vc_column][/vc_row]

ব্যাটা বজ্জাতের হাড্ডি শুরুতেও চিটিংবাজি, শেষ কাডালেও চিটিংবাজি করিয়াছে

৭৮

ক্রিং ক্রিং, এ্যঁ…লো, কি গো জেঠা তুমি ঠিক আছোতো, গত সপ্তাহের খবরাখবর লইয়া তোমাগোর দরবারে-দরবারে, টেবিলে-টেবিলে কারেন্ট হাজির হইয়াছি। এই শীতে কোভিট-১৯ তো কষিয়া চালাইলেও এইবার আমাগো শেখ হাসিনা জেঠি ব্যাটা করোনার টুঁটি চাপয়া ধরিয়াছে। এই বজ্জাতের হাড্ডি গোটা পৃথিবীর জেঠা-জেঠির অস্থিমজ্জাও চুষিয়া যাইতেছে। পৃথিবীর লাখ লাখ জেঠা-জেঠিগোর জীবন সাঙ্গ করিয়া বন্ধন ছিন্ন করিয়াছে। তার মইধ্যে সমাজের দু¯ৃ‹তকারী, ধর্ষক, বখাটে, ইভটিজার, লুটপাটকারী, মাদক বিক্রেতা, টেন্ডারবাজ, তেলবাজ, অস্ত্রবাজ, দালালবাজ, ভুমিদস্যু, চাঁপাবাজগোর বিষয়ে দু-চারটি কথা ক্রমান্বয়ে লিখিয়াই যাইতেছি। ভাই পো-রে, আইন আছে কঠোর দমন নাই, নিপীড়ন, নির্যাতন, বিতারণ আছে ভালো শাসন নাই। পাহাড়ের চুড়ায়, খাদে, চিপায়, নালায়, ঝিড়িতে, হ্রদের ধারের অভাগা জেঠা জেঠিরা কোন দুনিয়ায় তাইনেরা বসবাস করিতেছে বলিয়া খালি অভিযোগ-অভিযোগ। আমি জেঠাও শাররীক মানসিক অর্থনৈতিক বেকায়দায়, শক্ত করিয়া কলমও ধরিতে পারিতেছিনা। ভক্তরাও খালি কহেন অ-জেঠা আমরা বাঁচি, মরি আর ঝুলিয়া থাকি আপনে অন্তত ভালা থাকিবেন। ঐ জেঠা জেঠিগোরে কি বলিব আমিও বিপদ সামলাইতেই পারিতেছিনা। ভাইপো-রে বুড়ো বুড়িরাই কহিত যে নাকি সহে সে নাকি বরকত পাইয়া থাকে। বহু হর্তাকর্তা আইজ দিতাছি কাইল দিতাছি বলিয়া চড়কার মতন ঘুরাইতেছে, আবার দুই চাইর কলম লেখিলেই খালি কহেন অ জেঠা, গা তো পোড়াইতেছে। আমিওযে পুড়িয়া মরিতেছি, সইতেও পারিতেছি না, বরকতও পাইতেছি না, কিছু বলিতেও পারিতেছিনা, জমাজাটিও করিতে পারিতেছিনা, খালি চিন্তা, আর চিন্তা….

ভাই পো-রে পুরানে বুড়ো-বুড়িরা কহিতো ওজন বুঝে ভোজন দে, মন বুঝে ধন দে, লা-আ-ভ বুঝে ঝাঁপ দে। এক দিকে জেঠা জেঠিগোর ঠেলাগুতো অন্য দিকে ভাই পো আর জেঠা-জেঠিগোর ওয়েটিং, এইসব চিন্তা লইয়া অধিক সময় চোখের পাতা রাইতেও খাড়াইয়া থাকে। আবার ফিজিসিয়ান কহিলেন জেঠির প্রেসার নাকি এখন হাই, তয় তাইনের চিল্লা-ফাল্লাও হাইফাই। আমি কি সমাজের জেটা জেঠিগোর সুখ দুঃখের বয়ান লিখিব নাকি জেঠিরে সামাল দিব ঐ হিসাবও মিলাইতে পারিতেছি না। প্রতিদিনই ভোর সকালেও দেখি জেঠি বুকে হাত দুইখান লইয়া ঘুমের ঘোরেও যেন জেঠারে ঘায়েল করিতে পরিকল্পনা করিতেছে। জেঠাও হ¹ল মানুষ-আমানুষগোর খবরাখবর লইয়া বাড়ি ফিরিলেও রাইতে তাইনের সেবাও করিতে হইতেছে। আবার বহুত জেঠা-জেঠি কহিলো তাইনেগোরে নাকি প্রেসক্রাইব করিতে, জেঠি হইতে কিভাবে রক্ষা পাওন যায়। এই হইলো কাটা ঘা’এ নুন ছিটানো। আরে জেঠার নিজের প্রেসক্রাইব কারে জমা করিবো হেই চিন্তা লইয়া উপর ওয়ালার দেয়া ব্ল্যাক চুল হোয়াইট হইতেছে তার মইধ্যে জেঠা-জেঠিগোর যত তালিমালি। এত সেবা করিতে হইলে জেঠার অবস্থাটা কে দেখিবে। রাইতে জেঠিরে দুই চাইর কথা শুনাইয়া দিলেই পেট্রোল বোমার মতন ঢাস ঢাস করিতে করিতে জীবনটারে ঠাঁসা বানাইয়া দেয়। হেই সময় মনে হয় লাইফটা রেস্টুরেন্টের পরটার মতন হইতেছে। সকালে বিছানা ছাড়িতে দেরি হইয়া পড়ে। পাহাড় পর্বতের খেটে খাওয়া মানুষ অ-মানুষগোর সুখ দুঃখের খবর হ¹ল জেঠাগোর নিকট উত্তাপন করিতে হিমশিমও খাইতেছি। নতুন করিয়া বিশে^র ভাইরাস করোনাতো কারো কথাই হুনিতে চাহে না। খালি ধরে আর মারে। মরিলে নাকি ছুঁইতেও পারে না। মানুষের দেহে থাকা ভাইরাসগুলাইনের মানবতা কিছুটা থাকিলেও এই ভাইরাসের দেখি মানবতার মা-ও নাই, বাপও নাই। আবার কুঞ্জ হইতে বাহির হইলেই ভাইপোগোর নজরবন্দি, তার মইধ্যে বিনা বেতনে চাকুরী ব্যাটা ছোট্ট জেঠার পাঠশালায় কামিং গোইং আপাতত বরবাদ। যত নষ্টের মূল হইলো করোনা-১৯। বেকার এই ছোট্ট জেঠাও দেখি করোনার বান লইয়া খালি প্রশ্নের রান করিতে ওস্তাদ, খালি বায়না ধরে জঙ্গল দেখিবো, পাহাড় নদী নালা দেখিবো। আমি জেঠা যে কোন খানে লুকাইবো, খুবই চিন্তায় আছি…

কামাল জেঠা কহিলো, দীর্ঘ তিন বছর বিচার কার্য চালানোর পরে আদালত অস্ত্র ক্রয় বিক্রয় মামলায় ছিদ্দিক ও মংক্যইনু জেঠারে সাতাই বছরের জেল দিয়াছেন। রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতের বিচার সাক্ষ্যপ্রমানে আসামীরা ঘটনার সাথে জড়িত থাকিলে আদালত এই রায় প্রদান করিয়াছেন। যাউ¹া মনে হইতেছে জট খুলিতেছে। তয় অস্ত্র আইনের বহু মামলা ঝুলিয়া রহিয়াছে। এইসবের বিষয় লইয়া দ্রুত রায় করনের দরকার, চিন্তায় আছি…

নাঈম জেঠা কহিলো, প্রতারণা করিয়া সর্বস্ব লুটের পর স্ত্রীর মর্যদা না দিয়া ক্ষেমতার অপব্যবহার করিয়া উল্টো হুমকী বিচার চাহিয়া সর্বহারা নুসরাত জেঠি নৌবাহিনীতে কর্মরত মুন্নর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করিয়াছে। গেল বুধবার শহরের বাজারফান্ড কার্যালস্থ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নুসরাত দাবি করিয়াছে স্ত্রী হিসেবে নয় প্রতারক মুন্নার বিচার করিতে হইবে। নুসরাতকে বিয়ে করিয়াও স্ত্রীর মর্যাদা না দিয়া উল্টো তার বাবা-মার বিরুদ্ধে মুন্না মামলা করিয়াছে। নুসরাত স্ত্রীর মর্যাদা না চহিয়া লম্পট মুন্নর বিচার দাবি করিয়াছে। আমাগো সমাজে এই ধরনের বহুত প্রতারণা, মামলা, হামলা হইতেছে আইন আদালত তাঁগো পাশে দাড়ানোর দরকার, চিন্তায় আছি…

ইমন জেঠা কহিলো, রাঙ্গামাটিতে পূর্বের তথাকথিত প্রেস ক্লাবকে পরিত্যাক্ত করিয়া রাঙ্গামাটিতে মূলস্রোতধারার প্রায় ৪০ জন সাংবাদিকদের লইয়া গঠিত প্রেস ক্লাবের পাশেই জেলা পরিষদ থাকিবে বলে কহিলেন আমাগো চেয়ারমন অংসুই জেঠা। গেল সমবার প্রেস ক্লাবের নেতবৃন্দরা তাইনের সাথে সাক্ষাত করিতে গেলে এই আশ্বাস দিয়াছেন। প্রেস ক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাধারণ সম্পাদক নন্দন দেব নাথসহ নেতৃবৃন্দরা তাইনেরে ফল দিয়া শুভেচ্ছা জানাইয়াছেন। তয় আমাগো সিনিয়র সাংবাদিক মিলটন জেঠা কহিলো পূর্বের প্রেস ক্লাব হইলো কবরস্থান ঐডার পাহাড়াদার হইলো সভাপতি শাখাওয়াত আর সম্পাদক আনোয়ার। তাইনেরা ক্ষমতারে কুক্ষিগত করিয়া নেতৃত্ব কর্তৃত্বরে সাংবাদিকগোরে সর্বাধিকার না দিয়া কবরস্থানে পরিণত করিয়াছে। ইমন জেঠা কহিলো মিলটন জেঠাইতো ভ্যাকসিন মারিয়া দিয়াছে, তয় এইবার ভালা হইবো কিনা, চিন্তায় আছি…

বাপ্পি জেঠা কহিলো, নির্বাচনী হাবা বাতাস ধীরে ধীরে গরম হইতেছে। নির্বাচনী তুমুল প্রচারণা চলিতেছে। ধানের শীষ, নৌকা আর লাঙ্গলে প্রার্থীগোর ভোটাগোর ধারে ধারে ঘুরিতেছে। মাঠ চষিয়া কষিয়া বেড়াইতেছে। আমাগো জনসংহতি সমিতি এইবার প্রার্থী না দেওনের কারনে বহুতে হেই ঘরের দরজা টক টক করিতেছে। নৌকা ধানের টানা হেঁচড়ায় লাঙ্গলতো খাপ্পা মারিতেছে। তয় এইবার হইলো মজা জেএসএস এর নেতাইনেরা যেই দিকে যাইবে হেই দিক ডুবন্তরে ভাসাইয়া তুলিবে, চিন্তায় আছি…

আমাগো সন্তু জেঠা কহিলো, পুরুষ তান্ত্রিক সমাজে নারীরা বৈষম্যের শিকার হইতেই আছে। জেলা আর আঞ্চলিক পরিষদে যদি নির্বাচন হয় তাইনেরা আরো এগিয়ে যাইতে পারিবে, নারীগোর আসন সংরক্ষিত আছে। গেল বৃহস্পতিবার মানুষের জইন্য ফাউন্ডেশন এর এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তাইনে এইসব কহিলেন। কথা হইলো পার্বত্য চট্টগ্রামে বহুতেই ন্যার্য অধিকার হইতে বঞ্চিত হইতেছে তাইনেও তাইনের দলবল লইয়া মাঠে নামনের দরকার, চিন্তায় আছি…

উষা জেঠা কহিলো তিন পার্বত্য জেলা করোনার টিকা হাজির হইয়াছে। উপর ওয়ালাগোর নির্দেশনা পাইলেই নগরের জেটা-জেঠিগোর শরীলে পুশ করিবে। বহু প্রতিক্ষার অবসান ঘটাইয়া আমাগো প্রধানমুন্ত্রী শেখ হাসিনা দেশের জেটা-জেঠিগোরে করোনা হইতে বাঁচাইতে এই উদ্যোগ। যাউ¹া সব ভালো যার শেষ ভালোও তার। কথা হইলো ভেকসিন লইয়া বহুতে উল্টা পাল্টা কহিলে বিজ্ঞ চান্দি গরম জেটা-জেঠির শরীলও চিন চিন করিতেছে। তয় শান্তি মতন ভেকসিন শরীলে ডুকাইতে পারিলে কেল্লা ফতে, চিন্তায় আছি…

হোসেন জেঠা কহিরো, মাটিরাঙ্গার উপজেলার বড়নালা এলাকায় আইন আমান্য করিয়া মাটি কাটিলে আমাগো নির্বাহী মজিস্ট্রেট ইয়াছিন নামের এক ব্যবসায়ীরে নগদে পঞ্চাশ হাজার জরিমানা করিয়াছে। এই ব্যাটা মাটির লোভে পড়িয়া আইন আদালত আমন্য করিয়া পরিবেশ বিরোধী আকার করিতে থাকিলে শেষমেস নির্বাহী মজিস্ট্রেট জেঠা তাইনের হাতে নাতে ধরিয়া জরিমানা করিয়াছে। তয় এই পরিবেশ বিরোধীগোরে অর্থ-জেল দুই ই জরিমানা করনের দরকার, চিন্তায় আছি…

আমাগো আকবর জেঠা কহিলো এইবার নির্বাচিত হইলে অসমাপ্ত কাইজ কাম সমাপ্ত করিয়া দিবেন। তাইনে গেল শুক্রবার জেঠা-জেঠিগোর দ্বারে দ্বারে ভোট চাইতে গিয়া এই ওয়াদা করিয়াছেন। নগরে নগরে বহু জেঠা জেঠিতো চেতিয়া রহিয়াছে। তাইনের ঘরের শত্রু বিবিষণ মনে হইতেছে। গেল বারে মেয়র হইয়া নগরের মহল্লায় মহল্লায় রাস্তাঘাটের যেই অবস্থা তাহাতেতো জেঠা-জেঠিরা তাইনের উপর আস্থাও রাখিতে পারিতেছে না। তয় বহুতেতো মুখ মোচড়াইতেছে। পাঁচ বছর রাস্তা ঘাটের ধারে না যাইয়া এখুন নগরে নগরে ঘুরেলেই কি জেঠা-জেঠি গোর মন ভরিবে, চিন্তায় আছি…

আমাগো স্বাস্থ্য বিভাগের যাক্তার জেটা কহিলো, রাঙ্গামাটি সরদর হাসপাতাল এখুন আড়াইশ বেডে উন্নিত হইতেছে। রোগীরা কষ্ট পাইতে পাইতে বহুতে অকালে পর পারে বহুতে নিজেগোরে বাঁচাইতে কষ্ট ললাটে মাখিয়া রাখিয়াছে। এইবার হয়তো ললাট হইতে কিছু দুঃখ গুচিবে। কথা হইলো মানবিক, ধার্মিক-বিনয়ী না হইলে অন্ধকার্ েডুবিয়া তাকিতে হইবে। তয় যেই আশার আলোর উঁকি মারিতেছে হেই আশাই যাহাতে জেঠা-জেঠিগোর কাজে লাগে, চিন্তায় আছি…

জাহেদ জেঠা কহিলো, টাকা ব্যংকে না থাকিয়াও কুড়ি লক্ষ টাকার চেক প্রতারণা মামলায় বাঘাইছড়ি উপজেলায় এক স্বাস্থ্য কর্মীরে আটক করিয়াছে পুলিশ। চাকুরির প্রলোভন দেখাইয়া এই স্বাস্থকর্মী এক জেঠি হইতে কুড়ি লক্ষ টাকা আত্মসাত করিয়াছে। টাকা দাবি করিলে চাকুরী প্রার্থীরে টাকা নাই পয়সা নাই হিসাবের চেক ধরাইয়া দিয়াছে। ব্যাটা বজ্জাতের হাড্ডি শুরুতেও চিটিংবাজি, শেষ কাডালেও চিটিংবাজি করিয়াছে। এই প্রতারকরে ভালো করিয়া চাম ধোলাই করনের দরকার, চিন্তায় আছি…

আমাগো মাত্তাল লেদু জেঠা কহিলো পৌরসভার ইলেকশন লইয়া বহুতের ফিরিকশন চুইংগামের মতন লম্বা। কদর বাড়িয়াছে জেএসএস ’র। নেতারাও ফাইট করিতেছে চেয়ার দখলের। লেদু কহিলো গেল পাঁচ বছরের মইধ্যে বহু অলিগলিতে গর্তও, খালি জনগনরে ল্যাং মারনের তালে। ক্ষেমতারে ললিপপ ভাবিয়া থাকিলে পৌর নয় হ¹ল ইলেকশনেই চেয়ার পাওন মুশকিল। আছমকা নগরের জেঠা-জেঠিরে বুকে টানিয়া নির্বাচনী বৈতরনী পার হওনের সময় শেষ হইতেছে। লেদু কহিলো দলের হোক আর স্বতন্ত্র হোক সৎ ব্যক্তিরেই ভোট দিতে হইবে। যা মনে হইতেছে মাত্তাল লেদু মধু খাইলেও হুঁস জ্ঞান ঠিকই আছে। লেদু নাকি ভোটও দিবে আবার বাক্সও পাহাড়া দিবে, ভোট চুরি করিলে নাকি খবর আছে, পল্লা বারি করিতে জেএসএসতো রাগিবে, চিন্তায় আছি…

নগর জেঠা-জেঠিরা কহিলো এইবার নির্বাচনে তো জেএস এস এর প্রাথী নাই। বহুতেতো তাইনেগোরে পুজা করিতে নানান কিচিমের তরবারি ধরিতেছে। এইবার হইলো মজা। জেএসএস জেঠা-জেঠিগোরে রাজনৈতিক মাঠে যেই ভাবে ধোলাই করিয়া মাঠ হইতে বিতারণ করিতে চক্রান্ত হইয়াছে এখুনতো তাঁগোর দরকার পড়িয়াছে। তয় ক্ষমতার মায়া নদী পার হইতেতো হেলা ফেলার মাঝি মাল্লাও দরকার, চিন্তায় আছি…

ভাইপো-রে পার্বত্য এলাকায় আর কতো রকম-বেরকমের কান্ডকারখানা দেখিতে হুনিতে হইবো বুঝিতে পারিতেছিনা। রাজনীতির মাঠতো হঠাৎ করিয়া চুড়ান্ত গরম হইয়া পড়িবে। ঐ গরমে কে পোড়া আর কে আধপোড়া হইবে পাবলিক জেঠারা ডরে ভয়ে দিনাতিপাত করিতেছে। প্রত্যন্ত অঞ্চলের অনেক জেঠা জেঠি কহিলেন সন্ধ্যার পর অনেকে ডরে ভয়ে স্থান ত্যাগ করিয়াও রাত্রি যাপন করিতেছে। আধিপত্য, চাঁন্দাপত্য, ঘায়েলপত্য, খাদ্যপত্য নানান অপকর্মপত্যর বিস্তার লইয়া কয়েক গ্রুপতো ফটর ফটর করিয়া খালি মানুষ মারিতে ওস্তাদ, ভাই-পো রে খালি দুঃখ আর দুঃখ লইয়া আরো বহুত ঘটনা বাকি থাকিলেও আইজ এই পর্যন্ত লিখিয়া ইতি টানিতেছি, তবুও চিন্তায় আছি….

ইতি-
পা.স.চি.জে.মি.ব.
৭ ফেব্রুয়ারী, ২০২১ খ্রিঃ