[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে রোয়াংছড়ি হাসপাতালে উন্নতমানের খাবার বিতরণভালোবাসার টানে রুরাম ম্রো বিয়ে করলো লামার টনি ত্রিপুরাকেখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনা অভিযানে চোলাই মদ উদ্ধারখাগড়াছড়িতে পানছড়িতে বিরল তক্ষক সহ ৪ জন আটককাপ্তাই বিএসপিআই এ বিনামূল্যে ব্লাডগ্রুপ নির্ণয় ক্যাম্পেইনলংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযানরাঙ্গামাটির বসন্ত সমবায় বৌদ্ধ বিহারে দানোত্তোম কঠিন চীবর দান অনুষ্ঠিতস্বামী কর্তৃক নির্যাতিত অন্তঃসত্ত্বা গৃহবধুর পাশে ছাত্রদলশরতের সকালে কুয়াশা পাহাড়ে যেন শীতের আগমনী বার্তাঐতিহ্যবাহী খেলাধুলা নিয়ে রূপসী কাপ্তাই এর উদ্যোগ সত্যি প্রশংসনীয়
[/vc_column_text][/vc_column][/vc_row]

আমানতকারীদের আত্মসাতকৃত অর্থ আদায়ে কঠোর হওয়া উচিত

৪৫

স্থানীয় এনজিও রাঙ্গামাটি সিসিডিআর কর্তৃপক্ষ সঞ্চয় আমানতকারীদের সাথে প্রতারণা করে অর্থ আত্মসাতের মামলায় সংস্থার নির্বাহী পরিচালক এর সাত বছর জেল ও ১৫ লক্ষ টাকা জরিমানাসহ এই প্রতিষ্ঠানের আরো দুই সহযোগীর দুই বছর করে জেল এবং তাঁদেরও অর্থ জরিমানার রায়ে সাধারন মানুষের মাঝে আশার আলো জেগেছে। সংস্থান নির্বাহী পরিচালকের বিরুদ্ধে প্রায় ১২ লক্ষ টাকা আত্মসাতের অভিযেগে ৩১ সদস্য মামরা দায়ের করার পর চার বছরের অধিক সময়ের মামলা পরিচালনায় আদালত কর্তৃক দোষীসাব্যস্থ হলে আদালত এই রায় প্রদান করেন।

এদিকে আদালতের রায়কে কেন্দ্র করে ভুক্তোভোগী হাজার হাজার গ্রাহক তাদের আশার আলো দেখছেন বলে অনেেেকই জানিয়েছেন। কোটি কোটি টাকা আত্মাসাত করেছে বলে সিসিডিআর এর আমানতকারী সদস্যরা অভিযোগ আপত্তি এবং মামলা করে। কিন্তু দিন মাস বছর চলেই যাচ্ছে আমানতকারীরা তাদের রক্ষিত আমানত এখনো ফেরত পায়নি বলে জানাচ্ছেন। কিন্ত্র এভাবে দিন মাস বছর চলে গেলেওতো হবে না। অসহায় দরিদ্রদের এসব আমানত ফেরত দিতে স্থানীয় প্রশাসনকে কঠোর উদ্যোগী হতে হবে।

এদিকে সসিডিআর এর নির্বাহী পরিচালক সহ তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ে এখন অনেকেই তদের অর্থ আদয়ে আদালতের দ্বারস্থ হবেন বলে জানাচ্ছেন। এ ছাড়াও বেশ কিছু মামলার বিষযগুলোর প্রতিও আমানতকারীদের দৃষ্টি রয়েছে। অনেকেই জানিয়েছেন কোটি টাকারও উর্দ্ধে ফেরত পায়নি আমানতকারী সদস্যরা। তাদের টাকা ফেরত পেতে প্রশাসনসহ আদালতের হস্তক্ষেপ কামনা করেছেন। সম্প্রতি রাঙ্গামাটি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর প্রদান করা রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনেকেই বলছেন আদালত যদি আমানতকারী দরিদ্রজনগোষ্টিরগুলোর অর্থ আদায়ে আরো কঠোর হন তাহলে অনেকেই তাদের ছেড়ে দেয়া আশা থেকে আবারো আশার আলো জোগাবে। আবার কেউ কউে বলেছেন সুনাম অর্জনকারী এ প্রতিষ্ঠান হঠাৎ করে হোঁছট খেল তার কারনটাও আমানতকারীদের জানানো উচিৎ।

অনেক আমানতকারী জানিয়েছেন নিম্ন, মধ্য এবং উচ্চমধ্য অনেক ব্যক্তি এবং ব্যক্তিনী সিসিডিআর এর উপর আস্থা রেখে ক্ষুদ্র ক্ষুদ্র আমানত জমা করতে করতে একটি সময় বড় অংকে পরিনত হয়। কিন্তু যখন নির্দিষ্ট মেয়াদ হয়ে আমানত উত্তোলনের সময় হয় ঠিক তখনই গড়িমসি হয়ে পড়ে সদস্যদের আমানত ফেরত পেতে। পুরো রাঙ্গামাটি শহরেই হাজার হাজার গ্রাহকের আমানত রয়ে গেছে ঐ প্রতিষ্ঠানে। এছাড়াও রয়েছে বেশ কটি মামলাও। তাই আমানতকারীদের একটাই আরজি আত্মসাতকৃত অর্থ ফেরত পেতে স্থানীয় প্রশাসন এবং আদালতকে আরো কঠোর হতে।