বান্দরবানে প্রথম করোনা টীকা নিলেন চেয়ারম্যান ক্যশৈহ্লা
॥ আকাশ মার্মা মংসিং, বান্দরবান ॥
বৈশিক মহামারী করোনার ভ্যাকসিন দীর্ঘ উপেক্ষার পর প্রথম পর্যায়ে বরাদ্ধকৃত ১২ হাজার ডোজ করোনা ভ্যাকসিন গ্রহণ করে বান্দরবান। আজ প্রথম ধাপে সেই করোনা টীকা নিলেন পার্বত্য জেলা পরিষদে চেয়ারম্যান ক্যশৈহ্লা।
রবিবার (৭ ফেব্রুয়ারী) বান্দরবান সদর হাসপাতালের এই করোনা ভ্যাকসিন গ্রহনের মধ্যদিয়ে বান্দরবানে করোনার ভ্যাকসিন দেয়া কার্যক্রম শুরু হয়। করোনা টীকা গ্রহন শেষে চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
টীক গ্রহনকালে উপস্তিত ছিলেন, বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি, বান্দরবান জেলা সিভিল সার্জন অংশৈপ্রু, সদর হাসপাতালে স্বাস্থ্যকর্মী ও গন মাধ্যম কর্মীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চেয়ারম্যান বলেন, সারাদেশসহ পার্বত্য জেলা দ্রুত পর্যায়ের করোনা ভ্যাকসিন পৌঁছে দেওয়ার জন্য আজ আমরা সবাই সরকারে প্রতি কৃতজ্ঞ। তিন পার্বত্য জেলায় করোনা টীকা প্রয়োগ শুরু করেছে। তবে বান্দরবানে আমি প্রথম করোনা টীকা গ্রহন করেছি যা আমি নিজেকে দ্বায়িত্বশীলবোধ মনে করছি ও পাশাপাশি টীকা দেওয়ার জন্য যারা ব্যবস্থা করেছে তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানান।