কাপ্তাইয়ে জীপ খাদে পড়ে নিহত ১
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি কাপ্তাই উপজেলায় জীপ গাড়ি পাহাড়ে খাদে পড়ে একজন নিহত হয়েছে। শনিবার(৬ফেব্রুয়ারি) বিকালে মোহনলাল কার্বারী পাড়া উসাপ্রু মারমার বাড়ী সংলগ্ন হরিণছড়া-ভাঙ্গামোড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। নিহত প্রিয়ধন তনচংঙ্গ্যা (১২) নামে এক বালক ঘটনা স্থলে মার যায় এবং এ ঘটনা ভিক্ষুসহ আরো পাঁচ জন যাত্রী আহত হয়েছে। আহতরা হলেন উপায়নন্দ ভিক্ষু (৫৫),কৈয়া মালা তংচঙ্গ্যা(৮০),মূল্য কুমার তংচঙ্গ্যা (৪৫),পরান জয় তংচঙ্গ্যা (৩৭)ও সুফল কালাচান তংচঙ্গ্যা(১১) ঘটনার পরপরই স্থানীয় এলাকাবাসী হতাহতদের উদ্ধার করে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে আহতদের উন্নত চিকিৎসার জন্য রাতে চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।