জেলা প্রশাসকের সহায়তায় শীতার্তদের পাশে মাটিরাঙ্গা প্রেস ক্লাব
॥ মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সহযোগিতায় শীতার্তদের মাঝে উষ্ণতার পরশ ছড়িয়ে দিতে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেন মাটিরাঙ্গা প্রেসক্লাব।
শনিবার (৬ ফেব্রুয়ারি) শেষ বিকালে মাটিরাঙ্গা প্রেসক্লাবের উদ্যোগে অত্র পৌরসভার বিভিন্ন স্থানে প্রায় দুই শতাধিক অসহায় হতদরিদ্র ও শীতার্তদের মাঝে মানবিক সহায়তায় অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময়,মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন জয়নাল,সাধারন সম্পাদক মোঃ মুজিবুর রহমান ভূইঁয়া,যুগ্ন-সাধারন সম্পাদক সাগর চক্রবর্তী কমল,অর্থ সম্পাদক অন্তর মাহমুদ,সদস্য মোঃ আবুল হাসেম,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।